আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার সকালে বেঙ্গালুরুতে ভয়াবহ সড়ক দু্ুর্ঘটনা। দুর্ঘটনায় প্রাণ হারান এক শিশু। মারুতি নগরের কাছে ঘটে এই মর্মান্তিক ঘটনাটি। এই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মাত্র ১১ বছর বয়সী এক স্কুলছাত্রী। মৃত কিশোরীর নাম তানভি কৃষ্ণ। তিনি মিলেনিয়াম স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন বলে খবর পাওয়া গিয়েছে। সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে তিনি তাঁর মা ও ছোট বোনের সঙ্গে একটি টু-হুইলারে করে স্কুলে যাচ্ছিলেন। যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন কিশোরী। 

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় তানভির মা টু-হুইলারটি চালাচ্ছিলেন। তানভি ও তাঁর ছোট বোন পিছনে বসে ছিলেন। জানা গিয়েছে, হঠাৎ করে টু-হুইলারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর স্লিপ করে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে আসা বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনের (BMTC) একটি সরকার পরিচালিত বাস তানভিকে চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কিশোরীর মৃত্যু হয়। মূলত বর্ষার মরশুম হওয়ায় তানভি'দের টু- হুইলারটি আচমকা মাঝপথে স্লিপ করে যায় বলে ধারণা করা হয়েছে। খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়৷ 

এহেন দুর্ঘটনার পর এলাকার সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখা হয়েছে৷ সিসিটিভি ফুটেজেই দেখা গিয়েছে, তানভির মা রাস্তায় বসে মেয়ের মৃতদেহের পাশে অসহায়ভাবে এবং অকাতরে কাঁদছেন। পাশে ছোট মেয়ে দাঁড়িয়ে। আশপাশে অনেকেই দাঁড়িয়ে থাকলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। কেবল একজন পুরুষ যাত্রী কে দেখা গিয়েছে ভিডিওতে, যিনি মা ও মেয়েকে সাহায্য করার প্রানপন চেষ্টা করছেন।

এহেন ভয়াবহ দুর্ঘটনার পর ইয়েলহাঙ্কা ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং অভিযুক্ত বাসটিকে বাজেয়াপ্ত করে। ঘটনার প্রেক্ষিতে পুলিশ জানিয়েছে, চালকের বিরুদ্ধে প্রাথমিকভাবে গাফিলতির অভিযোগ আনা হয়েছে এবং বর্তমানে পুরো ঘটনার তদন্ত চলছে। বাসচালককে আটক করা হয়েছে কি না, বা কোনও প্রত্যক্ষদর্শীর জবানবন্দি নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত এখনও কিছু জানানো হয়নি।

এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘিরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্কুল কর্তৃপক্ষও তানভির আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে। পথ নিরাপত্তা ও গণপরিবহনের চালকদের দায়িত্বহীন আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এই ঘটনার পর।

আরও পড়ুনঃ দুই সন্তানের বাবা প্রেমিক! তবুও বিয়ে করতে জোরাজুরি প্রেমিকার, চাপ সামলাতে না পেরে প্রেমিকার দেহ সাত টুকরো করলেন

যানজটের সমস্যায় নিত্যদিন ঝামেলা পোহাতে হয় সাধারণ মানুষকে। বেঙ্গালুরুতে এ যেন রোজের ঘটনা। যানজটের মাঝে মেজাজ বিগড়ে যায় প্রায় সকলেরই। ছোটখাটো দুর্ঘটনাও ঘটে। যার জেরে বাকবিতণ্ডায়, হাতাহাতিতে জড়িয়ে পড়েন অনেকে। চলতি বছরেই এমনই আরেক চাঞ্চল্যকর কিন্তু ব্যতিক্রমী দুর্ঘটনার সাক্ষী থেকেছে বেঙ্গালুরুবাসী। মুখোমুখি বাইক ও গাড়ির সংঘর্ষের পর তাঁরা যা করলেন, তা দেখেই হতবাক হয়ে যান পথচলতি জনতা। 

 এই ঘটনার প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় এক তরুণী লিখেছেন, বিরলতম ঘটনার সাক্ষী থাকল বেঙ্গালুরু। পথের একধারে দাঁড় করানো ছিল একটি গাড়ি। যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন চালক। সেই যাত্রী পৌঁছনোর পরেই ঘটে দুর্ঘটনাটি। হঠাৎ একটি দ্রুত গতির বাইক এসে গাড়ির সামনে সজোরে ধাক্কা মারে। 

 সাধারণত এ ধরনের দুর্ঘটনার পর দুই গাড়ির চালকের মেজাজ খারাপ হয়ে যায়। মারপিট শুরু করেন। কিন্তু এবার অন্যথা হল। দুর্ঘটনার পর কোনও ঝামেলা না করে, শুধুমাত্র হ্যান্ডসেক করলেন বাইক ও গাড়ির চালক। ব্যাস! তারপরেই যে যাঁর মতো গাড়ি নিয়ে চলে যান। 

 ঘটনার বিবরণ শুনে চমকে গিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, 'আপনি সত্যি এটাই দেখেছেন! নাকি স্বপ্ন ছিল?' আরেকজন লিখেছেন, 'এটি বেঙ্গালুরুর রাস্তায় বিরলতম ঘটনা।'