আজকাল ওয়েবডেস্ক: প্রজাতন্ত্র দিবসের আগে রাজস্থানের নাগৌর জেলায় পুলিশ একটি খামার থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাগৌরের পুলিশ সুপার মৃদুল কাচাওয়া জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ শনিবার গভীর রাতে হারসৌর গ্রামে অভিযান চালায়। সেখানকার একটি মাঠ থেকে ১৮৭টি বস্তায় ভরা ৯,৫৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়। নাগৌরের পুলিশ সুপার মৃদুল কচ্ছাওয়া জানিয়েছেন, উদ্ধার হওয়া বিস্ফোরকের পরিমাণ এতটাই বেশি যে যেকোনও মুহূর্তে বড়সড় কিছু হতে পারত।
উল্লেখ্য, অ্যামোনিয়াম নাইট্রেট এর আগেও বড় ধরনের বিস্ফোরণের ঘটনায় ব্যবহার করা হয়েছে। অতি সম্প্রতি ২০২৫ সালের নভেম্বর মাসে দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনাতেও এই রাসয়নিক ব্যবহার করা হয়েছিল।
এই ঘটনায় হারসৌর গ্রামের বাসিন্দা সুলেমান খানকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার জানান, ধৃতের বিরুদ্ধে এর আগে তিনটি ফৌজদারি মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, অ্যামোনিয়াম নাইট্রেট ছাড়াও পুলিশ বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে, যার মধ্যে নয়'টি কার্টন ডেটোনেটর, ১২টি কার্টন ও ১৫টি বান্ডিল নীল ফিউজ তার এবং ১২টি কার্টন ও পাঁচটি বান্ডিল লাল ফিউজ তার রয়েছে।
নাগৌরের পুলিশ সুপার মৃদুল কাচাওয়া বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে যে, অভিযুক্ত ব্যক্তি বৈধ ও অবৈধ খনন কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছে বিস্ফোরক সরবরাহ করত। তিনি আরও জানান, বিস্ফোরক আইনের প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার আরও জানান যে, এই বাজেয়াপ্ত করার বিষয়ে কেন্দ্রীয় সংস্থাগুলোকে অবহিত করা হয়েছে। একটি বৃহত্তর তদন্তের অংশ হিসেবে তারা সুলেমানকে জিজ্ঞাসাবাদ করবে বলে আশা করা হচ্ছে।
