আজকাল ওয়েবডেস্ক: বিহারে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু। শুক্রবার সকাল সাতটা নাগাদ বিহারের সুপৌলে নির্মীয়মাণ সেতুটি ভেঙে পড়ায় চাপা পড়েন কর্মরত বহু শ্রমিক। ইতিমধ্যেই মারা গেছেন এক শ্রমিক। চাপা পড়েছেন অন্তত ৩০ জন শ্রমিক। শুরু হয়েছে উদ্ধারকাজ। জানা গেছে, বিহারের কোশী নদীর উপরে তৈরি ওই নির্মীয়মাণ সেতুটির বড় স্ল্যাব ভেঙে পড়ে। সেই সময়ে সেতুর নীচে কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ মাথায় উপড়ে ভেঙে পড়ে স্ল্যাব। চাপা পড়ে যান শ্রমিকরা। এক শ্রমিকের মৃত্যুর পাশাপাশি একাধিক শ্রমিক আহত। তারা হাসপাতালে চিকিৎসাধীন। এখনও অনেকে চাপা পড়ে রয়েছেন বলে জানা গেছে। ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।
