লিভার আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি রক্ত পরিষ্কার করে, খাবার হজমে সাহায্য করে এবং শরীরে শক্তি জোগায়। লিভারের কোষে ক্যানসার তৈরি হতে শুরু করলে অনেক সময় রোগী বুঝতে পারেন না। ফলে চিকিৎসায় দেরি হয়ে যায়। তবে লিভার শরীরে বেশ কিছু প্রাথমিক সংকেত পাঠায়, যা খেয়াল করলে দ্রুত রোগ চিহ্নিত করা সম্ভব। এক্ষেত্রে কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন, জেনে নিন-
১. খিদে কমে যাওয়া বা খাবারে অনীহা: যদি হঠাৎ করে খাবার খেতে ইচ্ছা না করে, সামান্য খেলেই পেট ভরে যায় বা খাবারের গন্ধে অরুচি লাগে, তাহলে এটি লিভারের সমস্যার ইঙ্গিত হতে পারে। ক্যানসারের প্রাথমিক পর্যায়ে এই লক্ষণটি খুব সাধারণ।
২. কোনও কারণ ছাড়াই ওজন কমে যাওয়াঃ ডায়েট না করেও যদি কয়েক সপ্তাহে ওজন কমতে থাকে তাহলে এটি শরীরের জন্য বিপদের সংকেত। লিভারের কোষ ঠিকমতো কাজ না করলে শরীর এনার্জি পায় না, ফলে ওজন দ্রুত কমে।
৩. পেটের ডান দিকে ব্যথা বা ভারী লাগাঃ লিভার পেটের ডান দিকে থাকে। তাই সেখানে ব্যথা, চাপ লাগা, ভারী লাগা বা দীর্ঘদিন অস্বস্তি থাকলে তা গ্যাস্ট্রিক ভেবে অবহেলা করা ঠিক নয়। লিভারে টিউমার তৈরি হলে এমন ব্যথা দেখা দিতে পারে। পেট ফুলে যাওয়ার মতো অস্বস্তিও হতে পারে।
৪. খুব সহজে ক্লান্ত হয়ে যাওয়াঃ যথেষ্ট ঘুমানোর পরও সারাদিন দুর্বল লাগা, শরীরে এনার্জি কমে যাওয়া বা কাজে মন না বসা-এগুলো লিভার ক্যানসারের শুরুর লক্ষণ হতে পারে। লিভার যখন ঠিকমতো কাজ করতে পারে না, তখন শরীরে টক্সিন জমে ক্লান্তি বেড়ে যায়।
৫. চোখ বা ত্বকে হলুদ ভাবঃ লিভারের সমস্যায় চোখ, ত্বক ও মুখে হলুদ রং দেখা যায়। প্রস্রাবের রং গাঢ় হয়ে যায় এবং মলের রং খুব ফ্যাকাশে হতে পারে। এটি লিভারের গুরুতর সমস্যার অন্যতম ইঙ্গিত।
লিভার ক্যানসার যত তাড়াতাড়ি শনাক্ত করা যায়, চিকিৎসার সুযোগ তত বেশি থাকে। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত হলে ক্যানসার ছড়িয়ে পড়ার আগেই চিকিৎসা শুরু সম্ভব এবং রোগী সুস্থ হওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায়। কিন্তু লক্ষণগুলো অবহেলা করলে রোগ ধরা পড়তে দেরি হয়, তখন চিকিৎসা অনেক কঠিন হয়ে পড়ে।
