দৈনন্দিন জীবনে শরীর কখন কোন সমস্যার সংকেত দিচ্ছে, তা আমরা অনেক সময়েই বুঝে উঠতে পারি না। ব্যস্ততা, স্ট্রেস বা অবহেলার কারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ চোখ এড়িয়ে যায়। কিন্তু  হার্ভার্ড-প্রশিক্ষিত বিখ্যাত চিকিৎসক ডঃ উইলিয়াম লি সম্প্রতি সতর্ক করে জানিয়েছেন, শরীরের বিভিন্ন অংশে 'অস্বাভাবিক রক্তপাত' এমন একটি সাধারণ অথচ অত্যন্ত গুরুতর সংকেত, যা আপনার সামগ্রিক স্বাস্থ্যের অবনতি চিহ্নিত করতে পারে। ডঃ লি বলেন, “শরীর সবসময়ই আমাদের সতর্ক করে। কিন্তু আমরা সেই সংকেত বুঝি না বা গুরুত্ব দিই না। অস্বাভাবিক রক্তপাত হল এমন একটি প্রাথমিক সতর্কবার্তা যা কখনওই উপেক্ষা করা উচিত নয়।” তাঁর মতে, এই পাঁচটি পরিস্থিতি দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।


১. মলে রক্ত: চিকিৎসকদের মতে, এটি অন্ত্রের ভেতরে প্রদাহ, সংক্রমণ, পলিপ বা আরও জটিল কোনও রোগের ইঙ্গিত হতে পারে। অনেকেই একে হেমরয়েড ভেবে অবহেলা করেন, কিন্তু বার বার রক্ত মেশা মল  মারাত্মক রোগের বিপদসংকেত হতে পারে।

 

২. থুতু বা স্যালাইভায় রক্ত মেশা: মাড়ির রোগ, মুখগহ্বরের ক্ষত বা শ্বাসনালীর সমস্যা থাকলেও এমন হতে পারে। তবে অভ্যন্তরীণ অঙ্গের গভীর সমস্যা, সংক্রমণ বা টিউমারের লক্ষণ হিসেবেও রক্তমিশ্রিত থুতু দেখা দেওয়ার ঝুঁকি থাকে। তাই এটি মোটেই সাধারণ ঘটনা নয়।

 

৩. প্রস্রাবে রক্ত: মূত্রে রক্ত থাকলে তা কিডনি স্টোন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, কিডনি আঘাত বা অন্য কোনও রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে। ডঃ লি স্পষ্ট জানাচ্ছেন, ইউরিনে রক্ত মানেই তাৎক্ষণিক পরীক্ষা প্রয়োজন।


৪. ত্বকের উপর অস্বাভাবিক রক্তচিহ্ন বা রক্তপাত: এটি রক্ত জমাট বাঁধার সমস্যা, রক্তনালির দুর্বলতা কিংবা ভিটামিনের ঘাটতি সহ নানা অসুস্থতার ইঙ্গিত। অনেক সময় ছোট দাগ মনে হলেও এটি শরীরের অভ্যন্তরীণ সমস্যার বড় সংকেত হতে পারে।


৫. ঋতুস্রাব ছাড়াও যোনিপথে রক্তপাত: হরমোনাল সমস্যা, সংক্রমণ বা জরায়ু সংক্রান্ত রোগের শুরুর দিকের উপসর্গ হিসেবে এটি দেখা দিতে পারে। বিশেষজ্ঞের মতে, এই ধরনের রক্তপাত নজরে এলেই দেরি না করে চেক-আপ করানো প্রয়োজন।


স্বাস্থ্যবিশেষজ্ঞদের পরামর্শ, এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে গিয়ে প্রয়োজনীয় টেস্ট করানোই নিরাপদ। কারণ সময়ে ধরা পড়লে জীবনঘাতী রোগও সহজে নিয়ন্ত্রণে রাখা যায়।