বাড়ি কিনতে চলেছেন শীঘ্রই? তাহলে কিন্তু বাড়ি কেনার আগে এই ৫ বিষয় অবশ্যই ভাল করে যাচাই করে নেবেন। অনেকেই ঘর সুন্দর করে সাজানো পর, ভাল করে পুজো দিয়ে গৃহপ্রবেশ করলেও শান্তি থাকে না, বিপদ লেগেই থাকে। সমস্যা এড়াতে চাইলে কোন জিনিস মাথায় রাখবেন জেনে নিন।
2
6
যে জমির উপর বাড়িটি নির্মিত তার এনার্জি কেমন সেটার উপর কিন্তু অনেক কিছুই নির্ভরশীল। বাড়ির জমির আকৃতি, আগে ওই জায়গায় কী হতো, কোন কাজে ব্যবহৃত হতো - এসবের উপর নির্ভর করে সেই জমির এনার্জি। ফলে সেটা যদি নেতিবাচক হয়, তবে আপনি যতই ভালভাবে বাড়ি সাজান, লাভের লাভ কিছুই হবে না।
3
6
কেবল আপনার ফ্ল্যাটের বাস্তু দেখলে হবে না। যাচাই করা চাই জমির বাস্তু। আবাসনের মূল দরজা কোন দিকে, বাড়ির গঠন কেমন এসব বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
4
6
ঘর সাজাতে গিয়ে যেখানে যা ইচ্ছে রেখে দিলেও কিন্তু বিপদ। যেমন, খাটের সামনে আয়না রাখা উচিত নয়। ভারী জিনিস উত্তর পূর্ব দিকে একদমই রাখা উচিত নয়। নেতিবাচক কোনও ছবি বা আঁকা বাড়িতে রাখা উচিত নয় কখনও। তাই ঘর সাজানোর সময়ও বাস্তুর কথা মাথায় রাখা আবশ্যক।
5
6
বাড়ির ট্যাক্স, ইলেকট্রিক বিল, ইত্যাদি সময় মতো না দেওয়াও কিন্তু অনুচিত। টাকার ফ্লো আপনি আটকে দিলে, আপনার জীবনেও কিন্তু সেটার প্রভাব পড়বে। সময় মতো যার যা প্রাপ্য টাকা বাড়ি সংক্রান্ত সেটা দিলে এনার্জি সঠিক থাকে।
6
6
সবথেকে গুরুত্বপূর্ণ, বাড়ির নম্বর। অনেকেই এই বিষয়টা এড়িয়ে যান। খেয়াল করেন না। কিন্তু বাড়ির নম্বরে যদি সংখ্যাতত্ত্ব অনুযায়ী দুটো কন্ট্রাস্ট নম্বর থাকলে তার নেতিবাচক প্রভাব আপনার জীবনেও পড়বে। তাই বাড়ি কেনার আগে অবহেলিত, কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে নজর দেওয়া জরুরি।