আজকাল ওয়েবডেস্ক: বর্তমান রাজ্য সরকারের আমলে বঞ্চনার শিকার উত্তরবঙ্গ। রাজ্যের যা বাজেট হয় তার কিয়দংশ টাকা পৌঁছয় সেখানে। অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার।

বৃহস্পতিবার বিধাননগরে রাজ্য বিজেপির দপ্তরে উত্তরবঙ্গের আরেক বিজেপি নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে পাশে বসিয়ে সুকান্তর অভিযোগ, গোটা রাজ্যের জন্য তৃণমূল সরকার যা বাজেট করে তার কিয়দংশ বরাদ্দ থাকে উত্তরবঙ্গের জন্য। 

পাশাপাশি কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গের উন্নয়নের কাজে যে টাকা বরাদ্দ করে সেই কাজেও বাধা দেয় তৃণমূল। সুকান্তর কথায়, "উত্তরবঙ্গের খেলাধূলার উন্নতির জন্য নিশীথ প্রামাণিক কোচবিহারে একটি স্টেডিয়াম গড়ার উদ্যোগ নেন। এরজন্য ৭০০ কোটি টাকা বরাদ্দও হয়। কিন্তু রাজ্য সরকারের বাধার জন্য জমি পাওয়া যায়নি। এরপর রেলের জমিতে ওই স্টেডিয়াম গড়ার উদ্যোগ নিলে দেখা যায় সেখানে রাজ্য বিদ্যুৎ দপ্তরের 'হাই মাস্ট' আলো বসানো আছে। বারবার এই বিষয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। ফলে স্টেডিয়ামের জন্য জমি স্রেফ পাঁচিল দিয়ে ঘেরার পর আর এগনো যায়নি।"

সুকান্তর অভিযোগ, উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়ের পর কেন্দ্রীয় সরকার টাকা পাঠালেও তার সুফল উত্তরবঙ্গের মানুষের কাছে পৌঁছে দেয়নি তৃণমূল। 

এদিন উত্তরবঙ্গের সরকারি স্বাস্থ্য পরিষেবা নিয়েও রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

তাঁর দাবি, উত্তরবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে উত্তরবঙ্গের মানুষ এমনকী তৃণমূলের নেতারাও চিকিৎসা করাতে চলে আসেন হয় কলকাতায় অথবা বাইরের রাজ্যে।

সুকান্ত বলেন, "গত ১২ বছরেও রাজ্য সরকার করলা সেতুর 'অ্যাপ্রোচ রোড' তৈরি করে উঠতে পারেনি।" এদিন সুকান্তর সঙ্গে নিশীথও অভিযোগ করেন বর্তমান রাজ্য সরকারের আমলে উত্তরবঙ্গ অবহেলিত হয়ে আছে। 

সুকান্তর অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, "সবার আগে সুকান্ত উত্তর দিন উত্তরবঙ্গে এতবড় প্রাকৃতিক বিপর্যয়ের পরেও কেন সেটা জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করা হল না? উত্তরবঙ্গে বাড়ি হয়েও সুকান্ত নিজে কেন এই দাবি তুললেন না? দিনের পর দিন সাধারণ মানুষের ১০০ দিনের কাজের টাকা আটকে রাখার পর যখন আদালত আদেশ দেয় কেন তারপরও বিজেপি সরকার সেই টাকা পাঠায় না? আগে এই প্রশ্নের উত্তর দিক সুকান্ত এবং তাঁর দল।"