ছোটপর্দার পরিচিত মুখ অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়। শনকে দর্শক যতবার ভিন্ন ধারাবাহিকে,ভিন্ন চরিত্রে দেখেছেন, ততবার পছন্দের তালিকায় জায়গা দিয়েছেন দর্শক। কিছুদিন ধরেই টলিপাড়ার অন্দরের গুঞ্জন, নতুন কাজে ফিরতে চলেছেন অভিনেতা। এদিকে, নতুন মেগা নিয়েও চর্চা চলছে। আসছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। সেখানেই কি মুখ্য চরিত্রে দেখা যাবে শনকে?
আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল শনের সঙ্গে। অভিনেতার কথায়, "এখনই ছোটপর্দায় ফিরছি না। অনেক ধরনের প্রস্তাব আসছে, তবে অপেক্ষায় আছি নতুন কিছুর। আশা করছি, খুব তাড়াতাড়ি নতুন কাজ নিয়ে দর্শকের সামনে আসতে পারব।"
শনকে শেষবার 'রোশনাই' ধারাবাহিকে দেখা গিয়েছিল। গল্পে রোশনাই ও গরিমার মাঝে দোটানায় পড়তে দেখা গিয়েছিল অভিনেতাকে। তবে নানা টানাপোড়েনের পরেও দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এই ধারাবাহিক। এরপরে শনকে দেখা গিয়েছিল উইন্ডোজের প্রযোজনায় 'রক্তবীজ ২' ছবিতে। এই ছবিতে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
শনের সঙ্গে প্রথমবার কাজ প্রসঙ্গে পরিচালক, প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেছিলেন, "শন একটা গুরুত্বপূর্ণ চরিত্রে এই ছবিতে কাজ করেছে। আমি ওর সঙ্গে এই প্রথমবার কাজ করলাম। ও ওর প্রতিদিনের ধারাবাহিকের শুটিং সেরে সময়মতো আমাদের ছবির শুটিংয়ে এসেছে, আবার পরেরদিন ধারাবাহিকের শুটিংয়ের জন্য বেরিয়ে গিয়েছে। ওর কাজের প্রতি এই দায়বদ্ধতা আমার খুব ভাল লেগেছে। খুব ভাল অভিজ্ঞতা আমার শনের সঙ্গে কাজ করার।"
এছাড়াও, এসকে মুভিজের প্রয়োজনায় 'এমন যদি হতো' ছবিতেও দেখা গিয়েছিল শনকে। ছবিতে শনের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন দিতিপ্রিয়া রায় ও ঋষভ বসু। এ বছর সিরিজের দুনিয়ায় তেমন একটা দেখা যায়নি শনকে। এর একটা কারণ, ধারাবাহিকে কাজ করা। ধারাবাহিকে প্রায় ১৪ ঘণ্টা কাজ করার জন্য অন্য কাজের সময় বের করা খুব কঠিন হয়ে পড়ে তারকাদের জন্য। তাই ধারাবাহিক শেষ হতেই কিছুদিনের বিরতি নিয়েছিলেন শন।
প্রসঙ্গত, শনের ব্যক্তিগত জীবন নিয়েও তাঁর অনুরাগী মহলে চলে জোর চর্চা। তবে সেসব গুঞ্জনকে তেমনভাবে পাত্তা দিতে দেখা যায় না অভিনেতাকে। দর্শকের প্রিয় তারকার ফেরার অপেক্ষা এখন। এবার শোনা যাচ্ছে, নতুন কাজ নিয়ে ইতিমধ্যেই কথাবার্তা চলছে তাঁর। তবে কোন মাধ্যমে ফিরতে চলেছেন অভিনেতা? তা এখনও খোলসা নয়।
