বছর শেষের পালা। ক্যালেন্ডারের পাতায় ডিসেম্বর হলেও জাঁকিয়ে শীতের দেখা নেই! দুপুরের দিকে রীতিমতো ঘাম ঝরছে। তাহলে জাঁকিয়ে ঠান্ডা পড়বে কবে?
2
6
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, সোম বা মঙ্গলবার একই থাকবে আবহাওয়া। তারপর বঙ্গের আবহাওয়া বদল আসতে পারে, নামতে পারে তাপমাত্রার পারদ। উষ্ণতা প্রায় ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমার সম্ভবনা রয়েছে। ফলে ঠান্ডা অনুভূত হবে।
3
6
শীত জাঁকিয়ে না পড়লেও কলকাতা-সহ বিভিন্ন জেলায় কুয়াশার দাপট রয়েছে। তবে, এ জন্য আলাদা করে সতর্কতা জারি করার প্রয়োজন নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
4
6
সাইক্লোন দিতওয়া আপাতত স্থলভাবে ঢুকবে না বলেই জানা গিয়েছে। স্থলভাগের পাশ দিয়ে সমুদ্রের উপর বয়ে যাবে। তারপর এটি গভীর নিম্মচাপে পরিণত হতে পারে। যার ফলে ঝড়, বৃষ্টির একটা আশঙ্কা থাকছে। সমুদ্রও থাকবে উত্তাল।
5
6
তবে এর প্রভাব বাংলায় পড়বে না। ফলে ঝড়-বৃষ্টির সম্ভাবনাও নেই।
6
6
কলকাতার তাপমাত্রা সোমবার বিগত কয়েকদিনের মতোই থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ২৭ ডিগ্রি থেকে ১৯ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে।