বলিউড ক্যালেন্ডারে বছরের শেষ সপ্তাহটা যেন বিশেষ যত্ন নিয়ে তুলে রাখা থাকে সুপারহিট সব ছবির জন্যেই। ক্রিসমাসের উৎসবের সঙ্গে জুড়ে থাকে বড় বাজেট, বড় তারকা আর ঘন-ঘন হাউসফুল বোর্ড টাঙানো। উৎসবের আমেজকে সঙ্গী করেই এই সময়ে মুক্তি পায় এমন সব ছবি, যা শুধু বক্স অফিস কাঁপায় না, বরং তৈরি করে নতুন ইতিহাস।
2
9
তু মেরি ম্যান তেরা, ম্যান তেরা তু মেরি: বলিউড ক্যালেন্ডারে বছরের শেষ সপ্তাহটা যেন বিশেষ যত্ন নিয়ে তুলে রাখা থাকে সুপারহিট সব ছবির জন্যেই। ক্রিসমাসের উৎসবের সঙ্গে জুড়ে থাকে বড় বাজেট, বড় তারকা আর ঘন-ঘন হাউসফুল বোর্ড টাঙানো। উৎসবের আমেজকে সঙ্গী করেই এই সময়ে মুক্তি পায় এমন সব ছবি, যা শুধু বক্স অফিস কাঁপায় না, বরং তৈরি করে নতুন ইতিহাস। ২০২৫-এর ক্রিসমাসেও সেই রীতি বজায় রাখতে আসছে কার্তিক আরিয়ান–অনন্যা পাণ্ডে অভিনীত ‘তু মেরি ম্যান তেরা, ম্যান তেরা তু মেরি’, যাকে ঘিরে বক্স অফিসে ইতিমধ্যেই স্বপ্ন দেখছে ইন্ডাস্ট্রি।
3
9
দঙ্গল (২০১৬): আমির খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্লকবাস্টার হয়ে উঠেছিল ‘দঙ্গল’। বড়দিনে মুক্তিপ্রাপ্ত এই ছবি ভারতীয় বক্স অফিসে একাধিক রেকর্ড ভেঙে দেয়। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন সাক্ষী তনওয়ার, ফতিমা সানা শেখ, সান্যা মালহোত্রা, জায়রা ওয়াসিম ও সুহানি ভাটনগর।
4
9
থ্রি ইডিয়টস (২০০৯): বড়দিনেই মুক্তি পাওয়া আমির খানের আর এক ইতিহাস তৈরি করাছবি। রাজকুমার হিরানির এই ছবিত্র প্রথম ২০০ কোটি টাকার ক্লাবে ঢোকে। তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন করিনা কাপুর, আর. মাধবন ও শমন যোশী।
5
9
ধুম ৩ (২০১৩): বড়দিনের ঠিক আগে মুক্তি পাওয়া এই অ্যাকশন-এন্টারটেইনার বক্স অফিসে ঝড় তোলে। প্রায় ২৮০ কোটি টাকার ব্যবসা করা ছবিতে ছিলেন অভিষেক বচ্চন, উদয় চোপড়া ও ক্যাটরিনা কইফ।
6
9
পিকে (২০১৪): বড়দিনের মরশুমে মুক্তি পাওয়া আমির খান ও অনুষ্কা শর্মা অভিনীত ‘পিকে’ বক্স অফিসে ৩০০ কোটি টাকার বেশি ব্যবসা করে। বিষয়বস্তুর দাপট ও জনপ্রিয়তায় নিরিখে এই ছবি ছিল সে বছরের সবচেয়ে বড় হিটগুলির একটি।
7
9
গজিনি (২০০৮): বড়দিনে মুক্তিপ্রাপ্ত ‘গজিনি’-ই প্রথম হিন্দি ছবি, যা ১০০ কোটি টাকার ক্লাবে ঢুকেছিল। সেখান থেকেই যেন আমিরের সঙ্গে বড়দিনের বিশেষ সম্পর্ক তৈরি হয়।
8
9
টাইগার জিন্দা হ্যায় (২০১৭): সলমন খান-ক্যাটরিনা কইফ অভিনীত এই ছবিটি বড়দিনের ঠিক আগে মুক্তি পেয়ে ৩০০ কোটি টাকারও বেশি আয় করে, এবং সে বছরের অন্যতম বড় ব্লকবাস্টারে পরিণত হয়।
9
9
ডন ২ (২০১১): শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত এই ছবিটিও বড়দিনের মরশুমে মুক্তি পেয়ে ব্যাপক সাফল্য পায়। ফারহান আখতার পরিচালিত এই অ্যাকশন-সিক্যুয়েল ২০০ কোটি টাকার বেশি ব্যবসা করে, দর্শকের মন জয় করে নেয়।