মিল্টন সেন: সোমবার থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক। হুগলি জেলা জুড়ে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৩ হাজার ৪৪২ জন। পরীক্ষার্থী। পরীক্ষা দিচ্ছেন ১০ হাজার ১৫০ জন ছাত্র এবং ১৩ হাজার ২৯২ জন ছাত্রী পরীক্ষার্থী। পরীক্ষা নেওয়া হচ্ছে মোট ৯৬টি ভেন্যুতে।
2
6
প্রথম ভাষার পরীক্ষার দিন কোদালিয়া ১নং অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির তরফে অভিবাবকদের জন্য রাখা হয়েছে চা এবং জলের ব্যবস্থা। জানা গেল, পরীক্ষার দিন অভিভাবকদের জন্য চাউমিন, বিরিয়ানির এলাহি আয়োজন রয়েছে। চুঁচুড়া সুকান্তনগর অনুকুল চন্দ্র হাইস্কুলে পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীদের অভিভাবকদের বসার জায়গা করা হয়েছে।
3
6
কোদালিয়া ১নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস চক্রবর্তী জানিয়েছেন, এক একটি পরীক্ষার দিন বিভিন্ন রকমের মেনু রয়েছে অভিভাবকদের জন্য। এদিন ঘুগনি দিয়ে শুরু হয়েছে। এর পর থাকবে চাউমিন, লুচি।
4
6
শেষ দিনে থাকবে চিকেন বিরিয়ানি। এদিন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার পরীক্ষা কেন্দ্র ঘুরে ব্যবস্থাপনা দেখেন। পাশাপাশি দলের কর্মিদের নির্দেশ দেন অভিভাবকদের যাতে অসুবিধা না হয় সেটা দেখতে।
5
6
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশিকা অনুযায়ী প্রতিটি পরীক্ষাকেন্দ্রে দুটি করে সিসিটিভি ক্যামেরা রাখা হয়েছে। একটি ক্যামেরা থাকছে প্রবেশ পথের মুখে, অপরটি কনফিডেন্সিয়াল রুমের ভিতর।
6
6
কোনও ইলেকট্রনিকস গ্যাজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর সরবরাহ করা হয়েছে। বিদ্যালয়ে প্রবেশের সময়ে পরীক্ষার্থীদের জুতো খুলে চেক করা হয় নিরাপত্তারক্ষীদের তরফে।