এমন কিছু কিছু গাছ রয়েছে যা সাপের বিশেষ পছন্দের। তাই এই ধরনের গাছ বাড়িতে থাকলে সাপ ঘরে ঢুকে পড়ার আশঙ্কা থাকে। তাহলে সাপের উৎপাত থেকে রেহাই পেতে বাড়িতে কোন কোন গাছ ভুলেও রাখবেন না, জেনে নিন-
3
7
ল্যান্টানা গাছ- ল্যান্টানা গাছে উজ্জ্বল রঙের ফুল ফোটে। এই গাছ সাপের খুবই পছন্দের। ল্যান্টানা গাছের ঘন পাতার ঝোপে আশ্রয় নেয় সাপ। বিশেষজ্ঞদের মতে, এই গাছ বাড়ির আশেপাশে রাখা নিরাপদ নয়।
4
7
তুলসী গাছ- হিন্দু ধর্মমতে, তুলসী গাছের অত্যন্ত গুরুত্ব রয়েছে। শুধু ধর্মীয় কারণে নয়, ভেষজ গুণের জন্যও তুলসীর জুড়ি মেলা ভার। অনেক বাড়িতেই তুলসী গাছের চারাগাছ থাকে। তবে জানলে অবাক হবেন তুলসীর গন্ধ ও পাতার গঠন সাপকে আকৃষ্ট করে। সাপের থেকে বাঁচতে বাড়ির বাইরে তুলসী গাছ লাগানো উচিত নয় ।
5
7
চম্পা গাছ- সুগন্ধী ফুলের জন্য পরিচিত চম্পা গাছ। এই গাছের শাখা ও পাতায় জড়িয়ে থাকার জায়গা খোঁজে সাপ। বিশেষজ্ঞদের মতে, বাড়ির প্রধান দরজার কাছে বা বাগানের আশেপাশে এই গাছ রাখা উচিত নয়।
6
7
লেবু গাছ-লেবু গাছ সাপকে খুবই আকৃষ্ট করে। লেবুপাতার আড়ালে সাপ লুকিয়ে থাকতে পারে। তাই বাগানে কিংবা বাড়ির আশেপাশে লেবু গাছ থাকলে সতর্ক থাকা জরুরি।
7
7
অপরাজিতা গাছ- অপরাজিতা গাছে সুন্দর নীল ফুল ভরে থাকে। সাপের প্রিয় এই গাছ বাড়ির বাগানে, বারান্দায় থাকলে সর্তক থাকুন। কারণ এই গাছের গোড়ায় সাপ লুকিয়ে থাকার আশ্রয় খোঁজে।