‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ছবিটি নিয়ে উত্তরোত্তর আগ্রহের পারদ বাড়ছে দর্শকমহলে। ২০২৬ সালের ১৮ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’, যা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ফেজ সিক্স-এর সেরা ছবি বলে ধরা হচ্ছে। এক কথায়, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ হচ্ছে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ফেজ সিক্স-এর কেন্দ্রবিন্দু। ছবিতে থাকছেন ক্রিস হেমসওয়ার্থ (থর), সেবাস্টিয়ান স্ট্যান (বাকি বার্নস), রেবেকা রোমেইন (মিস্টিক), সিমু লিউ (শাং-চি), প্যাট্রিক স্টুয়ার্ট, ইয়ান ম্যাককেলেন, কেলসি গ্রামার, অ্যালান কামিং, জেমস মার্সডেন এবং সর্বশেষ ও সবচেয়ে চমকপ্রদ সংযোজন রবার্ট ডাউনি জুনিয়র! কিন্তু এবার তিনি ফিরছেন না আয়রন ম্যান হিসেবে। রিপোর্ট বলছে, তিনি দেখা দেবেন ভিক্টর ভন ডুম, অর্থাৎডক্টর ডুম রূপে আর সেই কারণেই ছবির নাম ‘ডুমস ডে’। সূত্র বলছে, তাঁর এই চরিত্রই পরবর্তী দুই ‘অ্যাভেঞ্জার্স’ ছবির কেন্দ্রীয় ভিলেন  এবং মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স-এর ভবিষ্যৎ ট্রিলজিরও মূল ভিত্তি। শোনা যাচ্ছে, এ ছবিতে মার্ভেলের বাকি সুপারহিরোদের সঙ্গে দেখা যাবে দর্শকপ্রিয় চরিত্র উলভ্যারিনকে! আর বলাই বাহুল্য সেই চরিত্রে নাকি ফের একবার পর্দায় সুপারহিরোর স্যুটে ধরা দেবেন হিউ জ্যাকম্যান! 

সম্প্রতি 'দ্য গ্রাহাম নর্টন শো'–তে হাজির হয়ে এ প্রসঙ্গে হিউ জ্যাকম্যান বলেন,“প্রতিটা টক শোতে গিয়ে বলত হত, ‘না, আর করব না’। তারপরই আবার একটা উলভ্যারিনের সিনেমা করি, আর সেটা বিশাল হিট হয়। তো কি আবার এই চরিত্রে অভিনয় করতে হবে? হয়তো। এমনিতেও আমি আর কখনও না বলব না । তবে প্রথমবার যখন বলেছিলাম যে এই চরিত্রে আর অভিনয় করব না, আমি সত্যিই সেটা বিশ্বাস করতাম, যে দিন পর্যন্ত না মত বদলালাম।”

খবর, উইলভারিন থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত পুরোপুরি বদলে যায় একটি সিনেমা দেখে, প্রথম ডেডপুল! সেই ছবিই তাঁর ভিতরে আবার আগুন জ্বালায় উলভারিন হওয়ার। হিউ জ্যাকম্যানের কথায়, “দুই চরিত্রকে একসঙ্গে দেখলে আমি জানতাম, ভক্তরা এটা সবসময়ই চাইত। একদিন হঠাৎ রায়ান রেনল্ডসকে ফোন করে বললাম, ‘চলো করি!’ এমনকী আমার এজেন্টকেও আগে জানাইনি! পরে ফোন করে বললাম, ‘আচ্ছা, শোনো আমি একটা ছবিতে কাজ করব। কথা দিয়ে ফেলেছি।’”

কিন্তু সবাই যে হিউ জ্যাকম্যানকে উলভারিন হিসেবে পর্দায় ফিরে পেয়ে খুশি হয়েছিল, তা নয়। মার্ভেল স্টুডিওজের প্রধান কেভিন ফেইজ  এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে বলেছিলেন, “আমি হিউ-কে প্রথমে বলেছিলাম, ‘খবরদার উল্ভারিন চরিত্রে আর ফিরে এসো না। লোগান-এ তুমি সবচেয়ে সুন্দর বিদায় পেয়েছ। সেটা নষ্ট করো না।’” তবে শেষমেশ মার্ভেল মাল্টিভার্স-এর জাদুতে জ্যাকম্যানকে ফিরিয়ে আনে, তবে তিনি আর আগের সেই ‘লোগান-ভার্সনের’ উইলভারিন নন; বরং একদম নতুন একটি উইলভারিন ভ্যারিয়্যান্ট। আর সে ছবি যে বিশ্বব্যাপী বক্স অফিস রেকর্ড তৈরি করেছিল, সে কথা আর নতুন করে বলার অপেক্ষা রাখে কি? 

‘ডুমসডে’-এর পরেই ২০২৭-এ মুক্তি পাবে ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স’ যা নাকি মার্ভেলের গোটা মাল্টিভার্স গল্পের চূড়ান্ত পরিণতি আনবে।
খবর, এই দুই সিনেমাই একসঙ্গে লিখেছেন ‘লোকি’ সিরিজের লেখক মাইকেল ওয়াল্ড্রন। মার্ভেল ফ্যানদের মতে, ‘ডুমসডে’-এর মধ্য দিয়েই শুরু হবে মাল্টিভার্স ডুম সাগা, যেখানে ডক্টর ডুম হয়ে উঠবেন এমন এক শক্তি, যার সামনে থর, শাং-চি, এমনকী মিস্টিকও অসহায়!

ফিসফাস ‘ডুমসডে’-এর শুটিং নাকি ইতিমধ্যেই প্রায় শেষ, চলছে পোস্ট-প্রোডাকশন। এই ছবিই নাকি সরাসরি পথ খুলে দেবে ২০২৭ সালের ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স ’-এর জন্য, যা মার্ভেল ইউনিভার্সের পরবর্তী অধ্যায়ের চূড়ান্ত পরিণতি এনে দেবে। শুটিং শেষ হয়েছে কয়েক মাস আগেই, এখন চলছে দ্রুত পোস্ট-প্রোডাকশন। খবর, ছবির স্পেশাল ইফেক্ট ও সিজিআই কাজের জন্য আলাদা টিম গঠন করেছে মার্ভেল, যাতে ‘ডুমসডে’-এর ভিজুয়াল ইমপ্যাক্ট আগের সব অ্যাভেঞ্জার্স ছবিকে ছাপিয়ে যায়।

অন্যদিকে শোনা যাচ্ছে, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র প্রথম টিজার নাকি আসছে এই ডিসেম্বরে! হলিউডে কানাঘুষো শুরু হয়ে গেছে— এই বছরের শেষেই নাকি দেখা মিলবে মার্ভেল ইউনিভার্সের পরবর্তী মহাযুদ্ধের প্রথম ঝলক। আর সেই ঝলকই নাকি পালটে দিতে চলেছে মার্ভেল ইউনিভার্সের ভবিষ্যৎ! শুধু তাই নয়, আরও এক বড় চমক! খবর, জেমস ক্যামেরনের ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর স্ক্রিনিং চলাকালীনই নাকি মিলবে ‘ডুমসডে’-র ঝলক। যদিও মার্ভেল বা ২০থ সেঞ্চুরি স্টুডিওস এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, কিন্তু ইন্ডাস্ট্রি ইনসাইডার ড্যানিয়েল রিখ্টম্যানের দাবি, এই টিজার নাকি ২০২৫ সালের শেষের দিকেই দর্শকদের সামনে আসতে পারে, অর্থাৎ ছবির মুক্তির এক বছর আগেই!