সকালে ঘুম ভাঙতেই সকলের চোখ ছানাবড়া। চেনা দৃশ্য থেকে সম্পূর্ণ আলাদা আশেপাশের রাস্তাঘাট, মাঠের চেহারা। পুরু বরফের আস্তরণে ঢাকা চারপাশ। এ যেন স্বপ্নের কাশ্মীর! তবে না, এটা স্বপ্ন নয়। এটা কাশ্মীরও নয়।
2
8
এ হল রাজস্থানের রূপ। যা মার্চের শুরুতেই বরফের চাদরে ঢাকা পড়েছে। যা একনজরে দেখলে, রাজস্থান না কাশ্মীর, গুলিয়ে যাওয়াই স্বাভাবিক। তবে এই বরফের আস্তরণ তুষারপাতের কারণে ঘটেনি।
3
8
শনিবার ভোরে রাজস্থানের চুরু শহরে এমন দৃশ্য দেখা গিয়েছে। ভারী বৃষ্টি এবং শিলাবৃষ্টির কারণে রাস্তাঘাট, খোলা মাঠ বরফে ঢাকা পড়েছে। হু-হু করে নেমেছে তাপমাত্রার পারদ। যা বর্তমানে হিমাঙ্কের কাছাকাছি।
4
8
গ্রীষ্মকালে চুরু শহরের তাপমাত্রা পৌঁছে যায় ৫০ ডিগ্রি সেলসিয়াসে। তীব্র গরমে টিকে থাকাই একপ্রকার দায়। সেখানে মার্চের শুরুতে খামখেয়ালি আবহাওয়া। ভারী বৃষ্টিতে নাজেহাল দশা। পারদ নামল ২ ডিগ্রির ঘরে।
5
8
ইন্ডিয়ান ফরেস্ট অফিসার পারভীন কাসওয়ান বরফে ঢাকা রাজস্থানের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা গেছে, এক ব্যক্তি বাড়ির বাইরে বরফ পরিষ্কার করতে ব্যস্ত।
6
8
দেখতে স্বপ্নের রাজ্যের মতো লাগলেও, ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক জেলা। শনিবার শ্রীগঙ্গানগর, চুরু, বিকানের, আলওয়ারে শিলাবৃষ্টিতে শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে।
7
8
স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ জয়পুর ও ভরতপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে সতর্কতা। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে।
8
8
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, মার্চ থেকেই তীব্র গরম অনুভূত হবে রাজস্থানে। মার্চ থেকে মে মাস পর্যন্ত তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি থাকবে। আগামী মাস থেকে তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।