অভিরূপ ঘোষের 'মৃগয়া' দর্শকের মনে ছাপ ফেলে গিয়েছিল। বাংলা কপ-থ্রিলারের নতুন জগৎ তৈরি করেছিল এই ছবি। এরপর যদিও অন্য ধারার ছবি তৈরিতে মনোযোগ দিয়েছিলেন পরিচালক। তবে এবার আরও একবার নিজের ছক ভাঙছেন। এই মুহূর্তে নারীকেন্দ্রিক গল্প নিয়ে একটি সিরিজ তৈরিতে ব্যস্ত অভিরূপ।
চার অভিনেত্রীকে নিয়ে তৈরি হতে চলেছে অভিরূপের আগামী কাজ। গল্পের চার কোণে থাকছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রুতি দাস, হিমিকা বসু ও শ্রেয়া ভট্টাচার্য। সূত্রের খবর, এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ চক্রবর্তী ও বিমল গিরি।
জানা যাচ্ছে, ইতিমধ্যেই শুটিং শুরু হয়েছে এই সিরিজের। নারীকেন্দ্রিক গল্পে চার অভিনেত্রীকে কোন চরিত্রে দেখা যাবে তা যদিও এখনও পর্যন্ত খোলসা নয়। খবর, জি ফাইভে মুক্তি পাবে এই সিরিজটি। অন্য ধারার গল্পের প্রতি বরাবরই আলাদা টান থাকে দর্শকের। সেই সূত্রেই তৈরি হচ্ছে সিরিজটি।
এখানে একটা বিষয় লক্ষণীয়, এই সিরিজের হাত ধরে প্রথমবার ওটিটির পর্দায় একফ্রেমে দেখা যেতে চলেছে স্বস্তিকা মুখোপাধ্যায় ও অনির্বাণ চক্রবর্তীকে। এর আগে তাঁরা জুটি বেঁধেছিলেন অর্জুন দত্তর ছবি 'বিবি পায়রা'তে। সেই ছবিও এখন মুক্তির অপেক্ষায়। এবার সিরিজেও দুই তারকাকে জুটিতেই দেখা যাবে কিনা সেই প্রশ্ন থেকেই যায়।
টলিউডে এখন থ্রিলারের রমরমা। ছবি থেকে সিরিজ সব ঘরানাতেই এখন চোখে পড়ছে রহস্যের ছাপ। টানটান উত্তেজনায় ভরপুর গল্পে ছক ভাঙছেন বহু পরিচালক। চেনা ছকের বাইরে বেরিয়ে তাঁরা দর্শকের মনে জায়গা দিচ্ছেন 'অন্যধারার গল্প'কে। তবে অভিরূপের এই সিরিজেও রহস্যের ছাপ থাকবে কিনা সেই বিষয়ে এখনও চূড়ান্ত ঘোষণা করেননি পরিচালক কিংবা কলাকুশলীরা।
নতুন বছর শুরুর আগেই নতুন সিরিজ নিয়ে যখন কাজ শুরু করেছেন পরিচালক, তখন বলাই যায়, আগামী বছর অর্থাৎ ২০২৬-এ বিরাট চমক আসতে চলেছে জি ফাইভে। বরাবরই ওটিটির প্রতি দুর্বলতা দর্শকের। নিত্য নতুন গল্প জায়গা করে নিচ্ছে দর্শকের 'কমফর্ট জোন'-এ। অভিরূপ ঘোষের গল্পের চার নায়িকাও সেই স্থান পাবেন কিনা এখন সেটাই দেখার অপেক্ষা।
