আজ রাতেই ভারতে আসছেন পুতিন। ইতিমধ্যেই তাঁর ভারতে আসাকে ঘিরে চূড়ান্ত নিরাপত্তা জারি দিল্লিজুড়ে। নানা বিষয় নিয়েই ইতিমধ্যে শুরু হয়েছে হইচই।
2
7
তবে তার সঙ্গেই আলোচনা অপর এক বিষয়ে নিয়ে। তা হল, তাঁর গাড়ি। পুতিন ভারত সফরে নিজের গাড়িটিও নিয়ে আসছেন।
3
7
অরাস সেনেট। পুতিনের গাড়ি। বিশ্বের অন্যতম চমকপ্রদ, নিরাপত্তা বলয়ে মোড়া এই গাড়ির বিশেষত্ব, বৈশিষ্ট্য জানলে চোখ কপালে উঠবে।
4
7
প্রথম বৈশিষ্ট, পুতিনের এই গাড়ি আদতে জলে নামলেও ভেসে থাকতে পারে এবং যে কোনও পরিস্থিতিতে পৌঁছে যেতে পারে নির্দিষ্ট গন্তব্যে। চাকা এবং গাড়ির অন্যান্য অংশ বুলেট প্রুফ। গাড়িটি রাসায়নিক আক্রমণ এবং গ্রেনেড বিস্ফোরণের মধ্যে দিয়েও এগিয়ে যেতে পারে অনায়াসে।
5
7
এই গাড়িটির সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৬০ কিলোমিটার।
6
7
পুতিনের এই গাড়িটি মস্কোর অরাস মোটরস তৈরি করে ২০১৮ সালে। ২০২১ সাল থেকে এই গাড়িটি কিনতে পারে সাধারণ মানুষ। তবে তথ্য, পুতিন যে মডেলটি ব্যবহার করে থাকেন, তা সাধারণের জন্য বাজারে বিক্রি হয় না।
7
7
এই গাড়ির দাম কত? মস্কো টাইমসের মতে, পুতিনের প্রিয় অরুস সেনাট এখন প্রায় ৫০ মিলিয়ন রুবেল ($৬১৭,৫০০ বা ₹৫.৫ কোটি)তে বিক্রি হয়।