সরকারি সময়সূচি অনুযায়ী, তিনি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে নয়াদিল্লিতে অবতরণ করবেন। দিল্লিতে দুই দিনের সফরে পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আঞ্চলিক ও বিশ্বের বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করবেন এবং রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করবেন।
2
12
২০২২-এ ইউক্রেন যুদ্ধ শুরুর পর পুতিনের প্রথম ভারত সফর। তিনি শেষবার ২০২১ সালের ডিসেম্বরে ভারতে এসেছিলেন। এই সফরকালে বাণিজ্য, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, গণমাধ্যমসহ নানা ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারত–মার্কিন সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে দুই দেশের কৌশলগত ও অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী করাই এই সফরের প্রধান উদ্দেশ্য।
3
12
পুতিন বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি পৌঁছানোর পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন লোক কল্যাণ মার্গে মোদীর সঙ্গে ব্যক্তিগত ডিনারে যোগ দেবেন। গত বছর মোদীর মস্কো সফরের সময় পুতিনও তাঁকে ব্যক্তিগত ডিনারে আমন্ত্রণ জানিয়েছিলেন—তারই প্রতিদান হিসেবে এই কর্মসূচি রাখা হয়েছে।
4
12
শুক্রবার তাঁর মূল সরকারি কর্মসূচি শুরু হবে রাজঘাট পরিদর্শনের মাধ্যমে। এরপর রাষ্টপতি ভবনে অনুষ্ঠিত হবে আনুষ্ঠানিক সংবর্ধনা। হায়দরাবাদ হাউসে হবে প্রধান শীর্ষ বৈঠক।
5
12
শুক্রবার মধ্যাহ্নভোজের পর পুতিন অংশ নেবেন ইন্ডিয়া–রাশিয়া বিজনেস ফোরামের অনুষ্ঠানে। সন্ধ্যায় রাষ্ট্রপতি মুর্মু তাঁর সম্মানে নৈশভোজ আয়োজন করবেন। একই দিন তিনি ভারতে রুশ রাষ্ট্রীয় সম্প্রচারক নতুন ভারত চ্যানেল উদ্বোধন করবেন।
6
12
রুশ প্রেসিডেন্টের সফর প্রায় ২৮ ঘণ্টা চলবে। শুক্রবার রাত ৯টায় তাঁর ভারতে সফরের সমাপ্তি ঘটবে। রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ জানিয়েছেন, ভারত–রাশিয়া সম্পর্কের কৌশলগত ক্ষেত্রগুলোকে ২০৩০ সাল পর্যন্ত উন্নয়নের জন্য একটি যৌথ বিবৃতি ও একাধিক দ্বিপাক্ষিক দলিল গৃহীত হবে। মোদী ও পুতিন শেষবার এ বছর তিয়ানজিনে SCO শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠক করেছিলেন এবং ২০২৪ সালে দু'জনে টেলিফোনে পাঁচবার কথা বলেছেন।
7
12
পুতিনের ভারতে সফরের পূর্ণ সূচি: ৪ ডিসেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) আগমন: সন্ধ্যা ৬:৩৫ PM, ৫ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার) রাষ্টপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা: সকাল ১১টা, রাজঘাটে শ্রদ্ধা নিবেদন: সকাল ১১:৩০, হায়দরাবাদ হাউসে মোদী–পুতিন শীর্ষ বৈঠক: সকাল ১১:৫০ যৌথ বিবৃতি: দুপুর ১:৫০, রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে বৈঠক: সন্ধ্যা ৭টা, রাষ্টপতি ভবন, ফিরবেন: রাত ৯টা।
8
12
শীর্ষ বৈঠকে রাশিয়া থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল কেনার ফলে সৃষ্ট ভারতের বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়টি গুরুত্ব পেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারতীয় পণ্যে ৫০% শুল্ক এবং রাশিয়া থেকে ভারতের তেল ক্রয়ে ২৫% কর আরোপ করায় বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
9
12
ক্রেমলিন জানিয়েছে, পশ্চিমের নিষেধাজ্ঞার কারণে কিছু সময়ের জন্য ভারতীয় তেল আমদানি কমতে পারে, তবে রাশিয়া নিজেদের সরবরাহ আরও জোরদার করতে পদক্ষেপ নিচ্ছে।
10
12
মোদী–পুতিন বৈঠকে ইউক্রেন যুদ্ধের সমাপ্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগ নিয়েও আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। ভারত বরাবরই আলাপ ও কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে।
11
12
বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হবে। ভারতীয় কর্মীদের রাশিয়ায় কাজের সুযোগ বাড়াতে বিশেষ চুক্তি। প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে লজিস্টিক সাপোর্ট চুক্তি। বাণিজ্য ক্ষেত্রে নতুন সহযোগিতা—বিশেষ করে ওষুধ, কৃষি, খাদ্যপণ্য ও ভোক্তা সামগ্রী রপ্তানি বৃদ্ধি।
12
12
বর্তমানে ভারতের রাশিয়া থেকে বার্ষিক আমদানি প্রায় ৬৫ বিলিয়ন ডলার, আর রাশিয়ার ভারতীয় আমদানি মাত্র ৫ বিলিয়ন ডলার, ফলে বড় বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে। সার খাতে সহযোগিতা বাড়ানোও আলোচনার এজেন্ডায় রয়েছে, কারণ রাশিয়া প্রতি বছর ভারতকে ৩–৪ মিলিয়ন টন সার সরবরাহ করে।