বৃহস্পতিবার সন্ধে, ৬:৩৫ নাগাদ রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন দিল্লিতে পৌঁছান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে পালাম বিমানবন্দরে স্বাগত জানান। রাশিয়ার রাষ্ট্রনেতা ভারতের বিমানবন্দরে নামতেই, করমর্দন ভারতের প্রধানমন্ত্রীর, জড়িয়ে ধরলেন, মিত্র দেশের প্রেসিডেন্টকে।
2
6
আমেরিকার ক্রমাগত হুঁশিয়ারি, শুল্ক-তোপের মাঝেই, এই দৃশ্য, এই মুহূর্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। ইউক্রেন যুদ্ধের পর, প্রথমবার রুশ প্রেসিডেন্ট এই প্রথম ভারতে এলেন। ভূরাজনৈতিক মারপ্যাঁচের মাঝে, এই কারণেও পুতিনের ভারত-সফর তাৎপর্যপূর্ণ।
3
6
ভারতে কেমন কাটল রুশ প্রেসিডেন্টের প্রথম দিন? উপহারই বা কী পেলেন?
4
6
নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। তাতে তিনি লিখেছেন, 'প্রেসিডেন্ট পুতিনকে রুশ ভাষায় গীতার একটি কপি উপহার দিলাম। গীতার শিক্ষা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা দেয়।' সঙ্গে পুতিনকে গীতা উপহার দেওয়ার মুহূর্তের একটি ছবিও শেয়ার করেছেন।
5
6
তার আগেই একটি পোস্টে ভারতের প্রধানমন্ত্রী লেখেন, 'বন্ধু, প্রেসিডেন্ট পুতিনকে ভারতে স্বাগত জানাতে পেরে আনন্দিত। আজ সন্ধের পর এবং আগামিকাল আমাদের কথোপকথনের জন্য '
6
6
সফরের দ্বিতীয় দিনেও ঠাসা কর্মসূচি। শুক্রবার তার সফরের দ্বিতীয় দিনে, পুতিন রাষ্ট্রপতি ভবনে গার্ড অফ অনার এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের জন্য যাবেন। এরপর, অন্যান্য সফরকারী নেতাদের মতো তিনিও শ্রদ্ধা জানাতে মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভ রাজঘাটে যাবেন।