মেসি দর্শন করতে গিয়ে বিরাট বিপত্তি। যুবভারতী একেবারে উত্তাল। পরিস্থিতি সামলাতে হিমসিম খেল পুলিশ।
2
8
অভিযোগ যারা নিজের পকেটের টাকা খরচ করে মেসিকে দেখতে এসেছিলেন তারা নাকি তাকে সঠিকভাবে দেখতেই পাননি। মাঠে মেসিকে দেখতে না পেয়েই তারা ক্ষোভে ফেটে পড়ে।
3
8
রাগে মাঠে পরপর বোতল পড়তে থাকে। এমনকী, মেসির পোস্টার ছিঁড়ে মাঠে ফেলা হয়, ছুঁড়ে ফেলা হয় চেয়ার। দর্শকদের অভিযোগ, হাজার হাজার টাকা দিয়ে টিকিট কাটা বৃথা হল।
4
8
রাগে জল ভর্তি বোতল মাঠ লক্ষ্য করে ছুঁড়ে মারা হয়। ফলে, নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়েন মেসি।
5
8
মেসির সমস্ত পোস্টার ছিঁড়ে মাঠের মধ্যেই ফেলা হয়। গোট ইন্ডিয়া ট্যুরের যত পোস্টার ছিল সব ছিঁড়ে ফেলা হয়। দর্শকদের অভিযোগ, এত টাকা দিয়ে টিকিট কেটেও কেন মেসিকে দেখা গেল না?
6
8
মাঠের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় দর্শকদের দখলে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশ তাদের তাড়া করে। যদিও লাঠিচার্জ করা হয়নি। পুলিশের তাড়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে যায় দর্শকরা।
7
8
দর্শকরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। মাঠের ছাউনিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। গলগল করে ধোঁয়া বের হয়। যুবভারতীর বাইরে বিবেকানন্দের মূর্তির সামনেও বিক্ষোভ দেখান দর্শকরা।
8
8
যুবভারতীয় ভিতরে পরিস্থিতি হয়ে ওঠে একেবারে রণক্ষেত্র। মাঠজুড়ে ভাঙা চেয়ার থেকে শুরু করে জলের বোতলের ছড়াছড়ি।