ভারতীয় ক্রিকেটে রান তাড়া করার ক্ষেত্রে অন্যতম ভরসার নাম বিরাট কোহলি। চাপের মধ্যে মাথা ঠাণ্ডা রেখে ভারতের হয়ে বহু ম্যাচ জিতিয়েছেন কোহলি। গত দেড় দশকে তিন ফরম্যাটেই অসাধারণ পারফরম্যান্স করেছেন তিনি।
2
7
এর মধ্যে অন্যতম স্মরণীয় ইনিংস ছিল ২০১২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে। সেই ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করে ভারতকে সাত উইকেটে জয় এনে দিয়েছিলেন বিরাট।
3
7
সেই টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল খেলতে হলে শ্রীলঙ্কাকে হারাতেই হত ভারতকে। হোবার্টের বেলরিভ ওভালে ভারতের কাছে লক্ষ্য ছিল ৩২১ রান। তবে কাজটা অত সহজ ছিল না। কারণ, উল্টোদিকে ছিলেন প্রাইম লাসিথ মালিঙ্গা।
4
7
কিন্তু নেট রান রেটে এগিয়ে রাখতে এই পাহাড়প্রমাণ রান ভারতকে তাড়া করতে হত ৪০ ওভারের মধ্যে। ৮৬ রানে দুই উইকেট হারিয়ে একসময় চাপে ছিল ভারত।
5
7
সেখান থেকেই ইনিংসের হাল ধরেন কোহলি। ম্যাচের রাশ হাতে নিয়ে ৪৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট। সেখান থেকে আরও বিধ্বংসী হয়ে ৭৬ বলে নিজের শতরান পূর্ণ করেন।
6
7
৮৬ বলে অপরাজিত ১৩৩ রানের ইনিংস খেলেন কোহলি। তাঁর গোছানো ইনিংসে ছিল ১৬টি চার ও দুটি ছক্কা। কোহলির বিস্ফোরক ইনিংসে ভারত মাত্র ৩৬.৪ ওভারে ৩২১ রান তাড়া করে পাকা করে ফাইনালের টিকিট। সেই ম্যাচে মালিঙ্গাকে এক ওভারে ছ’টি চার মেরে নয়া রেকর্ড গড়েছিলেন বিরাট।
7
7
এই ইনিংসের পর থেকেই কোহলির নাম হয়ে যায় ‘চেজ মাস্টার’। ম্যাচের কঠিন পরিস্থিতিতেও যে চাপ সামলে দলকে জেতানোর ক্ষমতা রাখেন তিনি, সেটাই প্রমাণিত হয়েছিল হোবার্টের সেই ঐতিহাসিক ম্যাচে।