ভরা মাঘে গায়েব শীত। বাংলা জুড়ে শুষ্ক আবহাওয়ার দাপট। তার মধ্যেই চার জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কনকনে ঠান্ডার আমেজ আগামী সাতদিনে পাওয়া যাবে না অধিকাংশ জেলাতেই।
2
6
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস।
3
6
এদিন দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা ছিল কল্যাণীতে, ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।
4
6
হাওয়া অফিস জানিয়েছে, আজ ও আগামিকাল বৃহস্পতিবার দার্জিলিংয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
5
6
আজ কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল শুধুমাত্র কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
6
6
আগামী পাঁচদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামিকাল দক্ষিণবঙ্গের সব জেলায় এবং শুক্রবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।