মার্ক জুকারবার্গের সংস্থা মেটার হোয়াটসঅ্যাপ মেসেজিং পরিষেবা ব্যবহারকারীদের জন্য একটি উন্নত নিরাপত্তা মোড চালু করছে। এটি তৃতীয় মার্কিন প্রযুক্তি সংস্থা যারা ব্যবহারকারীদের আরও সুরক্ষিত অভিজ্ঞতার বিনিময়ে হ্যাকারদের বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা বেছে নেওয়ার সুযোগ দিচ্ছে।
2
7
মঙ্গলবার চালু হয়েছে ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস’ নামে পরিচিত নতুন অপশনটি। এটি হোয়াটসঅ্যাপের সেটিংসে থাকা একটি এক-ক্লিকের বাটন, যা একাধিক সুরক্ষা ব্যবস্থা সক্রিয় করে তোলে।
3
7
এর মধ্যে রয়েছে অজানা প্রেরকদের কাছ থেকে আসা মিডিয়া ও অ্যাটাচমেন্ট ব্লক করা, লিঙ্ক প্রিভিউ নিষ্ক্রিয় করা অর্থাৎ চ্যাটে একটি ইউআরএল প্রবেশ করালে যে থাম্বনেলগুলি দেখা যায় সেগুলি আটকানো এবং অপরিচিত বা অজানা নম্বর থেকে আসা কল সাইলেন্ট করে দেওয়া। এই তিনটি বিষয়কে নজরদারি এবং উন্নত হ্যাকারদের জন্য সাইবার হানার সম্ভাব্য মাধ্যম হিসেবে চিহ্নিত করা হয়েছে।
4
7
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, তাদের সব ব্যবহারকারীর কথোপকথন এন্ড-টু-এন্ড এনক্রিপটেড। সাংবাদিক বা জনপরিচিত ব্যক্তিত্বের মতো কিছু ব্যবহারকারীদের বিরল এবং অত্যন্ত অত্যাধুনিক সাইবার আক্রমণ থেকে রক্ষা করার জন্য আরও বেশি সুরক্ষার প্রয়োজন হতে পারে।
5
7
মেটা তৃতীয় প্রধান প্রযুক্তি সংস্থা যারা উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যবহারকারীদের জন্য নিরাপত্তা জোরদার করার সুবিধা দিচ্ছে। ২০২২ সালে অ্যাপল ‘লকডাউন মোড’ চালু করে। অ্যাপল জানিয়েছিল, এই চরম সুরক্ষা ব্যবস্থা খুব অল্প কিছু ব্যক্তির জন্য ডিজাইন করা হয়েছে, যারা ডিজিটাল হুমকির লক্ষ্যবস্তু হতে পারেন।
6
7
আইফোন এবং ম্যাকওএস-এ উপলব্ধ এই ফিচারটি বেশিরভাগ মেসেজ অ্যাটাচমেন্টের ধরন এবং লিঙ্কের প্রিভিউ নিষ্ক্রিয় করে দেয় এবং ফেসটাইম কল ও ওয়েব ব্রাউজিংয়ের উপর বিধিনিষেধ আরোপ করে। গত বছর অ্যালফাবেটের অ্যান্ড্রয়েড বিশেষ ব্যবহারকারীদের জন্য ‘অ্যাডভান্সড প্রোটেকশন মোড’ চালু করেছে।
7
7
সাধারণ মানুষকে হ্যাকিংয়ের হাত থেকে রক্ষা করেন জন স্কট-রেলটন। টরন্টো বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা সংস্থা দ্য সিটিজেন ল্যাবে কর্মরত জন হোয়াটসঅ্যাপের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এই ফিচারটি বিশেষ ব্যক্তিত্ব ও কর্মীদের সুরক্ষা দিতে সাহায্য করবে। একই সঙ্গে অন্যান্য প্রযুক্তি সংস্থাগুলিকে তাদের মান উন্নত করতে উৎসাহিত করবে।