নভেম্বরের শুরুতেই নিম্নমুখী তাপমাত্রার পারদ। বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলিতে হু হু করে নামছে পারদ। উঁচু পাহাড়ি এলাকায় তুষারপাতের পাশাপাশি, উত্তর ভারতের একাধিক রাজ্যে ঝড়বৃষ্টির সতর্কতাও রয়েছে।
2
7
নভেম্বরেও বৃষ্টি থেকে রেহাই নেই। আগামী সপ্তাহেও একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জল জমতে পারে রাস্তাঘাটে। স্থানীয়দের সতর্ক করা হয়েছে।
3
7
আগামী ৬ নভেম্বর পর্যন্ত বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও তেলেঙ্গানায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের আগেভাগেই তাই সতর্ক করা হয়েছে।
4
7
ভারতের মৌসম ভবন জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট, গোয়া, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা ও পশ্চিমবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
5
7
পাশাপাশি উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীরে ৫ নভেম্বরের পর থেকে ভারী বৃষ্টি ও তুষারপাতের সতর্কতা জারি করেছে। উঁচু পাহাড়ি এলাকায় তুষারপাত হতে পারে একটানা।
6
7
৫ নভেম্বর পর্যন্ত উত্তরপ্রদেশের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি বিহারেও মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
7
7
আগামী কয়েকদিনে মহারাষ্ট্র, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কর্ণাটকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। আগেভাগেই সতর্ক করেছে হাওয়া অফিস।