ভারতের মৌসম ভবন আইএমডি জানিয়েছে, চলতি মাসেও একাধিক রাজ্যে স্বাভাবিক, স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তামিলনাড়ু, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং অরুণাচল প্রদেশের একাংশে বৃষ্টির সম্ভাবনা কম।
3
7
একটানা বৃষ্টির কারণে দেশজুড়ে কমবে দিনের তাপমাত্রা। দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকবে। তাই হালকা শীতের আমেজ থাকবে প্রায় সব রাজ্যেই। কিন্তু মেঘলা আকাশ ও জলীয় বাষ্পের কারণে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে।
4
7
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে স্বাভাবিক মাত্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেরল, মাহে, ইয়ানাম, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, কর্ণাটকে স্বাভাবিক মাত্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
5
7
শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থার দাপটে অন্ধ্রপ্রদেশ সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে। নভেম্বরেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই রাজ্যগুলিতে।
6
7
পাশাপাশি উত্তর ভারতের রাজ্যগুলিতে নামবে তাপমাত্রার পারদ। ভরপুর শীতের আমেজ অনুভূত হবে পাহাড়ি শহরগুলিতে। উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।
7
7
উৎসবের আবহ থেকে উত্তর ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা কমতে শুরু করেছিল। নভেম্বরের শুরু থেকেই শীতের আমেজ পাওয়া যাবে রাজ্যে রাজ্যে। বৃষ্টির সম্ভাবনা কম থাকবে এই রাজ্যগুলিতে।