লাদাখে তুষারপাত। মরশুমের প্রথম তুষারপাত। তেমনটাই জানানো হয়েছে নির্দিষ্ট বিভাগের পক্ষ থেকে। কর্মকর্তারা জানিয়েছেন, লাদাখের উচ্চভূমি অঞ্চলে, যার মধ্যে ১৮,৩৭৯ ফুট উঁচু খারদুং লা পাস - বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মোটরযান চলাচলের পথ মরশুমের প্রথম তুষারপাতের সাক্ষী থেকেছে।
2
7
গত ২৪ ঘণ্টায় বেশিরভাগ পর্বত গিরিপথে হালকা থেকে মাঝারি তুষারপাত হয়েছে বলেও জানা গিয়েছে।
3
7
তুষারপাত হয়েছে, খারদুং লা টপ, যা শ্যোক এবং নুব্রা উপত্যকার প্রবেশদ্বার হিসেবে কাজ করে, লেহ-প্যাংগং লেক সড়ক বরাবর ১৭,৯৫০ ফুট উঁচু চাংলা টপ এবং জান্সকার উপত্যকার এলাকায়, সূত্রের খবর তেমনটাই।
4
7
লেহ এবং কার্গিল জেলা সদর দপ্তর সহ অন্যান্য মহকুমাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হয়েছে। তবে অধিক বর্ষণে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে এখনও পর্যন্ত।
5
7
তবে এখনও দুর্যোগ কাটছে না লাদাখের মেঘ থেকে । হাওয়া অফিস সেখানে ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে। মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গেই বিচ্ছিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছিল হাওয়া অফিস।
6
7
তবে, ২৭ থেকে ৩০ আগস্ট পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে। আবহাওয়ার বিচারে যানবাহন চলাচলে বিঘ্ন, উঁচু স্থানে তুষারপাত এবং স্থানীয় ভূমিধসের বিষয়ে কর্তৃপক্ষ সতর্ক করেছে। এই পরিস্থিতিতে, জনসাধারণকে সতর্ক থাকতে এবং সরকারী পরামর্শ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
7
7
অন্যদিকে কর্মকর্তারা ঘোষণা করেছেন যে প্রতিকূল আবহাওয়ার কারণে লেহ বিমানবন্দরে আসা এবং আসা বেশ কয়েকটি বিমান বাতিল করা হয়েছে।