কিয়ারা আদবানি ও সিদ্ধার্থ মালহোত্রা অবশেষে প্রকাশ্যে আনলেন তাঁদের কন্যাসন্তানের নাম। ২০২৫ সালের জুলাই মাসে জন্ম নেওয়া মেয়ের নাম তাঁরা রেখেছেন সারায়াহ মালহোত্রা। সোশ্যাল মিডিয়ায় নাম ঘোষণার পাশাপাশি প্রথম ঝলকও শেয়ার করেছেন তারকা দম্পতি। ‘সারায়াহ’ নামটি এসেছে হিব্রু ভাষা থেকে। এই নামের মূল অর্থ রাজকন্যা বা অভিজাত নারী। সংক্ষিপ্ত অথচ গভীর অর্থবোধক এই নাম ইতিমধ্যেই নজর কেড়েছে অনুরাগীদের।
2
7
নীর চাড্ডা: অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিক রাঘব চাড্ডা অক্টোবর ২০২৫-এ পুত্রসন্তানের জন্ম দেন। ছেলের নাম রেখেছেন নীর। নতুন বাবা-মা নিজেরাই জানিয়েছেন, এই নাম তাঁদের কাছে মানে পবিত্র, ঐশ্বরিক ও সীমাহীন। সংস্কৃত ও হিন্দি শব্দ 'নীর'-এর অর্থ জল।
3
7
সিপারা খান: আরবাজ খান ও শুরা খানের ঘরে অক্টোবর ২০২৫-এ আসে কন্যাসন্তান। মেয়ের নাম রাখা হয়েছে সিপারা। এই নামের অর্থ কোরানের একটি অধ্যায় বা অংশ। নামটির সঙ্গে জড়িয়ে রয়েছে আধ্যাত্মিকতা ও পবিত্র জ্ঞানের প্রতীকী তাৎপর্য।
4
7
এভারা বিপুলা রাহুল: মার্চ ২০২৫-এ বাবা-মা হন আথিয়া শেট্টি ও ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল। তাঁদের মেয়ের নাম এভারা-সংস্কৃত শব্দ, যার অর্থ ঈশ্বরের উপহার। ‘বিপুলা’ নামটি আথিয়ার মাতামহীর প্রতি শ্রদ্ধার নিদর্শন।
5
7
বেদ শেঠ: ইশিতা দত্ত ও বৎসল শেঠ জুন ২০২৫-এ কন্যাসন্তানের জন্মের খবর দেন। মেয়ের নাম বেদা। সংস্কৃত থেকে পাওয়া এই নামের অর্থ জ্ঞান বা প্রজ্ঞা। পাশাপাশি এটি হিন্দু ধর্মগ্রন্থ বেদের প্রতীক হিসেবেও পরিচিত।
6
7
অস্কার আলেকজান্ডার ওয়েস্টউইক: মার্চ ২০২৫-এ মা-বাবা হন এমি জ্যাকসন ও এড ওয়েস্টউইক। তাঁদের পুত্রসন্তানের নাম অস্কার, যে নাম শক্তি ও ঐশ্বরিকতার সঙ্গে যুক্ত বলে মানা হয়।
7
7
দুয়া পাড়ুকোন: ২০২৪ সালে কন্যাসন্তানের জন্ম দেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। মেয়ের নাম রেখেছেন দুয়া। চলতি বছর তাঁদের সন্তানের ছবি সমাজমাধ্যমে প্রকাশ করেছেন তাঁরা। আরবি ভাষায় ‘দুয়া’-র অর্থ প্রার্থনা -একটি শান্ত, আশা আর বিশ্বাসে ভরা নাম।