বিশ্বকাপজয়ী অধিনায়ক তিনি। হরমনরা বিশ্বকাপ জিততেই দেশে মহিলাদের ক্রিকেট নিয়ে উন্মাদনা তৈরি হয়েছে।
2
6
কপিল দেব, মহেন্দ্র সিং ধোনির পর হরমনপ্রীত। দেশের হয়ে ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছেন। আর কাপ জেতার পরেই হরমনপ্রীত একের পর এক বিজ্ঞাপনের প্রস্তাব পাচ্ছেন।
3
6
জানা গিয়েছে, হরমনপ্রীতের কাছে একের পর এক সংস্থার প্রস্তাব আসছে।
4
6
কিছু প্রস্তাবে হরমনপ্রীত রাজি হচ্ছেন, কিছু প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন। লোভনীয় অর্থের হাতছানিও রয়েছে ভারতের অধিনায়কের কাছে।
5
6
হরমনের ম্যানেজার নূপুর কাশ্যপ সংবাদসংস্থাকে জানিয়েছেন, ‘বিশ্বকাপের আগে ৮–১০টা সংস্থার হয়ে প্রচার করত হরমনপ্রীত। বিশ্বকাপের পর ওর বাজারদর এবং বিজ্ঞাপনের প্রস্তাব তিন গুণ বেড়ে গিয়েছে।
6
6
খেলাধুলার সঙ্গে যুক্ত নয় এমন সংস্থাও হরমনকে নিজেদের মুখ হিসাবে তুলে ধরতে চাইছে। এরকম প্রস্তাব এসেছে ওর কাছে। ফলে আরও বেশি মানুষের কাছে ছড়িয়ে যাচ্ছে হরমনপ্রীতের মুখ।