জননায়গন: থালাপতি বিজয় অভিনীত বহুল প্রতীক্ষিত এই ছবিটি ২০২৬ সালের ৯ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেন্সর বোর্ডের অতিরিক্ত সময় নেওয়া এবং মাদ্রাজ হাইকোর্টে চলা আইনি লড়াইয়ের কারণে শেষ মুহূর্তে এই ছবির মুক্তির তারিখ পিছিয়ে যায়। এখনও মামলাটি আদালতে বিচারাধীন এবং আপাতত ছবির নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।
2
6
উড়তা পাঞ্জাব:আলিয়া ভাট ও শহিদ কাপুর অভিনীত এই ডার্ক ড্রামা মাদক সঙ্কটকে কেন্দ্র করে তৈরি হওয়ায় শুরু থেকেই সেন্সর বোর্ডের সঙ্গে বড়সড় সংঘাতে জড়িয়ে পড়ে। সেন্সর বোর্ড ছবিটিতে মুক্তির আগে ৮৯টি কাটের নির্দেশ দেয়। নির্মাতারা সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হন। শেষ পর্যন্ত আদালতের হস্তক্ষেপে অনেক কম কাট নিয়ে ছবিটি মুক্তি পায়, যদিও আইনি লড়াইয়ের কারণে মুক্তি বেশ কিছুটা পিছিয়ে যায়।
3
6
এমার্জেন্সি : কঙ্গনা রানাউতের এই রাজনৈতিক ছবিটির মুক্তি একাধিকবার পিছিয়েছে। প্রথমে ২০২৩ সালে মুক্তির ঘোষণা হলেও লোকসভা নির্বাচন এবং ছবির রাজনৈতিক বিষয়বস্তু নিয়ে সেন্সরের আপত্তির জেরে বারবার তারিখ বদলাতে হয়। দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে ২০২৫ সালের জানুয়ারিতে ছবিটি মুক্তি পায়।
4
6
পদ্মাবত: সঞ্জয় লীলা বনশালির এই পিরিয়ড ড্রামাটি মুক্তির আগেই সহিংস বিক্ষোভ, একাধিক আইনি আবেদন এবং নাম পরিবর্তনের চাপে পড়ে। রাজনৈতিক ও সামাজিক চাপের কারণে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতেও সময় লাগে এবং ছবিমুক্তির গোটা কৌশল নতুন করে সাজাতে হয়। ছবিতে মুখ্যভূমিকায় ছিলেন দীপিকা পাড়ুকোন, শহিদ কাপুর ও রণবীর সিং।
5
6
দ্য বেঙ্গল ফাইলস: এই ছবিটিকে ঘিরে শুরু থেকেই তীব্র বিতর্ক তৈরি হয়। অনেকেই ছবিটিকে প্রোপাগান্ডা বলে কটাক্ষ করেন। ১৯৪৬ সালের দাঙ্গার সময় হিন্দুদের রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া গোপাল পাঠার চরিত্র উপস্থাপন নিয়েও আপত্তি ওঠে। তাঁর নাতি নির্মাতা বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এবং প্রকাশ্যে হতাশা প্রকাশ করেন। পাশাপাশি পশ্চিমবঙ্গে ছবিটি কার্যত অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞার মুখে পড়ে।
6
6
ব্ল্যাক ফ্রাইডে: ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের প্রেক্ষাপটে তৈরি অনুরাগ কাশ্যপের এই ছবি দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় আটকে ছিল। বাস্তব ঘটনার উপস্থাপনা নিয়ে সেন্সর বোর্ড ও অন্যান্য মহলের আপত্তির কারণে ছবিটির মুক্তি প্রায় তিন বছর থমকে যায়। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের অনুমতির পর ছবিটি বড়পর্দায় মুক্তি পায়।