বুলগেরিয়ান জ্যোতিষী বাবা ভাঙ্গার কথা এখন সকলের মুখে। তার অনুগামীরা মনে করেন তার কথা অক্ষরে অক্ষরে ফলে যাবে।
2
9
তিনি বহু বছর আগেই মারা গিয়েছিলেন। তবে তার কথাগুলি যে সত্যি হয়েছে একথা একবাক্যে অনেকেই মেনে নেন।
3
9
বর্তমানে সোনার দাম একেবারে আকাশের দিকে এগিয়ে চলেছে। ভারতে ইতিমধ্যেই সোনার দাম ১ লাখ ৪৭ হাজারের দিকে গিয়েছে। কলকাতায় সোনার দাম প্রায় ১ লাখ ৪২ হাজার।
4
9
এই বিষয়ে সকলকে আগে থেকেই নাকি সতর্ক করেছিলেন বাবা ভাঙ্গা। যেভাবে সোনার দাম বাডবে তাতে তিনি সকলকে আগে থেকেই সাবধান করে দিয়েছিলেন।
5
9
বাবা ভাঙ্গা জানিয়ে গিয়েছিলেন সোনার দাম যে হারে বাড়বে তার সঙ্গে সমস্যায় পড়বে বিশ্বের শক্তিধর দেশগুলি। বিশ্বের বিভিন্ন দেশের স্টক মার্কেট এরফলে বিরাটভাবেই প্রভাবিত হবে।
6
9
যেভাবে বিশ্বের প্রতিটি দেশ সোনা মজুত করার খেলায় নেমেছে তা নিয়ে সতর্কতা জারি করেছিলেন বাবা ভাঙ্গা। এই সোনা নিয়েই একসময় প্রতিটি দেশের মধ্যে লড়াই হবে বলেও জানিয়েছিলেন তিনি।
7
9
বিশ্বের বিভিন্ন বাজারকে সোনা নিয়ন্ত্র্ণ করবে বলেই জানিয়ে দিয়েছিলেন বাবা ভাঙ্গা। তবে সোনাকে একটি সেভ হেভেন বলেও মন্তব্য করেছিলেন তিনি।
8
9
বর্তমানে তার সেই কথাই ফের একবার সকলের সামনে এসেছে। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে যে চাপা টেনশন চলছে তার সঙ্গে এই সোনার যোগ রয়েছে বলেও জানিয়ছিলেন তিনি।
9
9
হলুদ ধাতু বরাবরই সকলের কাছে প্রিয়। তাই একে নিয়ে বাবা ভাঙ্গার কথা ফের একবার সকলের মনে এসেছে। বহু বছর আগে তার অনুমান এতদিনে সত্যের পথে।