গ্রহের শুভ দৃষ্টি নাকি কেরিয়ারে খরা! আগামী বছর কি সাফল্যের মুখ দেখবেন অক্ষয় খান্না? কী লেখা আছে অভিনেতার ভাগ্যে?
নিজস্ব সংবাদদাতা
১৩ ডিসেম্বর ২০২৫ ১৬ : ৩৮
শেয়ার করুন
1
6
আদিত্য ধরের পরিচালনায় 'ধুরন্ধর'-এ ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছেন বলি অভিনেতা অক্ষয় খান্না। 'রহমান ডাকাত' হয়ে দর্শকের মন জিতে নিয়েছেন অভিনেতা। যদিও কেরিয়ারের শুরু থেকেই সাফল্যের মুখ দেখেছেন অক্ষয়। তবুও যেন বর্তমান প্রজন্মের কাজে নতুনভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। অভিনেতার নক্ষত্রের গতিপথ বলছে, মেষ রাশির জাতক অক্ষয় খান্নার জন্য আসছে আগামীতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।
2
6
২৮ মার্চ, ১৯৭৫ সালে মুম্বইয়ে জন্মগ্রহণ করা এই তারকার রাশি মেষ। জন্মসূত্রেই তিনি উদ্যমী, উৎসাহী এবং নেতৃত্বের গুণাবলিতে ভরপুর। তাই চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁর জন্মগত এক বিশেষ দক্ষতা রয়েছে। এই রাশির প্রতীকী রঙ লাল (উদ্দীপনা) এবং সাদা (নতুন শুরু), যা ইতিবাচকতা ও আনন্দকে তুলে ধরে।
3
6
চলতি বছর অক্ষয়ের কেরিয়ারে একাধিক নতুন মোড় এসেছে এবং আগামী বছর আরও সাফল্য আসার সম্ভাবনা রয়েছে। জ্যোতিষীরা বলছেন, তিনি কিছু সৃজনশীল নতুন পথে পা বাড়াতে পারেন, যা তাঁর কাজে ভিন্ন মাত্রা যোগ করবে। একাধিক নতুন কাজের সুযোগ আসবে, যার জন্য ধৈর্যের কঠিন পরীক্ষা দিতে হতে পারে। তবে মেষ রাশির স্বাভাবিক জেদ ও অধ্যবসায় তাঁকে সাফল্য এনে দেবে।
4
6
বিশেষত, যৌথ উদ্যোগে কাজ করার ফলে পেশাগত অবস্থান আরও মজবুত হবে। তাঁর রাশিকে ট্যারোট কার্ডে 'সম্রাট' দ্বারা চিহ্নিত করা হয়েছে, যা তাঁর দৃঢ়তা ও কর্তৃত্বের ইঙ্গিত দেয়। পাশাপাশি, নিউমেরোলজি অনুযায়ী তাঁর জীবনপথের সংখ্যা 'আট' এবং ভাগ্য সংখ্যা 'এক', যা ক্ষমতা ও নেতৃত্বের যোগকে সমর্থন করে।
5
6
সম্পর্কের ক্ষেত্রে অক্ষয় সবসময় সততা ও বিশ্বস্ততাকে মূল্য দেন। জ্যোতিষের ভবিষ্যদ্বাণী অনুসারে, এই সময় তাঁর কাছের মানুষদের সঙ্গে বন্ধন আরও গভীর হওয়ার সুযোগ তৈরি হতে পারে। পারস্পরিক ভুল-বোঝাবুঝি এড়াতে প্রয়োজন খোলাখুলি আলোচনা। ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়াই হবে মূল মন্ত্র। তবে মেষ রাশির স্বাভাবিক দুর্বলতা হল কিছুটা অধৈর্য ভাব। এই দিকটি সামলে চললে সাফল্যের পথে আর কোনও বাধা থাকবে না।
6
6
অভিনেতার সুষম জীবনযাত্রা এবং মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন বলেও জ্যোতিষরা পরামর্শ দিচ্ছেন। সব মিলিয়ে, নিজের 'অক্ষয়' নামের মতোই এই তারকা আগামী দিনেও চলচ্চিত্র জগতে নিজের চিরায়ত ছাপ রেখে যাবেন বলে আশা করা যায়।