নিজস্ব সংবাদদাতা: মাত্র ছয় মাস পেরোতেই হয়ে গেল শেষ দিনের শুটিং। মন খারাপ জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকের শিল্পী ও কলাকুশলীদের। বড়দিনে পথচলা শেষ করল 'পুবের ময়না'। শুরু হওয়ার পর থেকেই এই ধারাবাহিক শেষ হওয়ার খবর শোনা গিয়েছে একাধিকবার। তবে বছর শেষে যে এইভাবে হঠাৎ করে শেষ হয়ে যাবে ধারাবাহিক তা ভাবেননি কেউই।
'পুবের ময়না' ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন গৌরব রায়চৌধুরী এবং ঐশানি দে। এই ধারাবাহিকের মাধ্যমেই নতুন জুটিকে দেখতে পান দর্শক। দুই বাংলার গল্প নিয়েই শুরু হয় এই ধারাবাহিক। দুই বাংলার মানুষের মন জয় করাই ছিল এই ধারাবাহিকের লক্ষ্য। প্রথম থেকেই টিআরপি তালিকায় তেমনভাবে জায়গা করে নিতে পারেনি 'পুবের ময়না'। শুরু হওয়ার কয়েকদিন পর থেকেই শোনা গিয়েছিল বন্ধ হয়ে যেতে পারে এই ধারাবাহিক। তবে তখন সেই খবর ভুল প্রমাণিত হয়। যদিও এরপর খুব বেশিদিন পথ চলা হল না এই ধারাবাহিকের, নতুন বছর শুরুর আগেই শেষ হল শুটিং।
বড়দিনে এই কারণে খানিকটা মন খারাপ ধারাবাহিকের শিল্পী ও কলাকুশলীদের। এই মুহূর্তে ধারাবাহিক চলার অন্যতম কারণ টিআরপি, প্রথম থেকে টিআরপি তালিকায় জায়গা করতে না পারলে সেই ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে। এই ধারাবাহিকের ক্ষেত্রেও ঘটেছিল একই ঘটনা, নতুন জুটি বা নতুন ধরনের গল্প কোনওটাই তেমন ভাবে কাজ করল না। তবে একের পর এক ধারাবাহিক শেষের খবরের মাঝে আছে নতুন গল্প শুরুর খবরও।
