নিজস্ব প্রতিনিধি: মাত্র দু'মাসের মধ্যেই বন্ধ হতে চলেছে জি বাংলার ধারাবাহিক 'কাজল নদীর জলে'। শোনা যাচ্ছে, দুপুরে স্লট হওয়ায় প্রথম থেকে সেভাবে টিআরপি তালিকায় জায়গা করে নিতে পারেনি এই ধারাবাহিক। আর সম্ভবত সেই কারণেই এত তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হল 'কাজল নদীর জলে'।

দীপাবলির দিন দুঃসংবাদ দিলেন ধারাবাহিকের অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ছবি পোস্ট করে মৈনাক লিখেছেন, 'শেষ দিন এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তা ভাবি নি, আসলে সবকিছু তো আমাদের হাতে থাকে না। তবে এই কদিনে আপনারা যা ভালবাসা দিয়েছেন,   সেটা আমাদের সম্পদ হয়ে থাকবে, সকলে ভাল থাকবেন'। 

মৈনাকেরে পোষ্টের মধ্যেই রয়েছে মন খারাপের ছোঁয়া। মাত্র এই ক'দিনের মধ্যেই যে নতুন ধারাবাহিক বন্ধ হয়ে যেতে পারে তা ভাবতে পারেননি অভিনেতা। যদিও দুপুরে স্লট হওয়ায় অনেকেই আশঙ্কা করেছিলেন হয়তো বেশি দিন চলবে না বাংলার এই নতুন ধারাবাহিক। কারণ প্রথম থেকে কখনোই টিআরপি-তে জায়গা করতে পারেনি জি বাংলার এই ধারাবাহিকটি।

এদিকে এত কম সময় একের পর এক ধারাবাহিক বন্ধ হতে চলায় দুশ্চিন্তায় পড়ছেন একাধিক অভিনেতা-অভিনেত্রীরা। আগে ছ'মাস চললেও এখন ৬০ দিনের মধ্যেই হঠাৎ করে বন্ধ করে দেওয়া হচ্ছে নতুন ধারাবাহিকগুলি। ফলে একে তো ধারাবাহিকের কারণে অন্যান্য কাজ করার কথা থাকলেও  সেই কাজ করতে পারেন না অভিনেতা অভিনেত্রীরা৷ তার মধ্যে এভাবে হঠাৎ করে ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়া অনিশ্চিত হয়ে যাচ্ছে ভবিষৎ। তাই নতুন ধারাবাহিক শুরু হলেও প্রথম থেকে দুশ্চিন্তা কাজ করছে শিল্পী এবং কলাকুশলীদের মধ্যে।