নিজস্ব সংবাদদাতা: ধারাবাহিকে তাঁরা দু’জনেই রায়ান এবং পারুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। বিশেষ করে সমীরণ বারবার বিপদে ফেলতে চাইছে রায়ান এবং পারুলকে। অন্যদিকে পারুলের বোন ভাদু দিদির ভাল একেবারেই চায় না। কাজেই পর্দায় যদি এই দু’জনের গুণাগুণ বিচার করা হয়, তবে কিন্তু একেবারে একে অপরের সমান সমান। দুষ্টু বুদ্ধিতে কেউ কারও থেকে কম যায় না। পর্দায় তাদের মধ্যে ভবিষ্যতে কেমিস্ট্রি জমবে কি না তা বলতে পারবেন ধারাবাহিকের পরিচালক ও লেখক লেখিকারা। কিন্তু ধারাবাহিকের বাইরে, বাস্তবে কিন্তু একে অপরের হাত ধরে ভবিষ্যৎকে আরও সুন্দর করে তোলার স্বপ্ন দেখছেন দু’জনে। এমনই গুঞ্জন টলিপাড়ায়।
‘পরিণীতা’ ধারাবাহিকে সমীরণের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ঋত্বিক পুরকায়েত। অন্যদিকে ভাদুর চরিত্রে অভিনয় করছেন তনুশ্রী ভৌমিক। তাঁদের সামাজিক মাধ্যমের প্রোফাইলে নজর রাখলে দেখা যাবে বেশ কিছুদিন ধরেই একে অপরের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন তাঁরা। কিন্তু শুধুই একে অপরের সঙ্গে সময় কাটানো মানে প্রেম? তা তো নয়, বন্ধুত্বও হতে পারে।
আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর
কিন্তু ভক্তদের একাংশের মনে হচ্ছে, দু’জনের ছবি ও ভিডিও কিন্তু বলছে অন্য রসায়নের কথা। কখনও ভেজা চুলে আয়নায় তনুশ্রী নিজেকে নিয়ে বিভোর থাকলেও তাঁর থেকে চোখের সরাতে পারছেন না ঋত্বিক। আবার কখনও বারান্দায় মিষ্টি হাওয়ায় তনুশ্রী চুল এলোমেলো হতে শুরু করলে তা নিজের হাত দিয়ে ঠিক করে দিচ্ছেন ঋত্বিক। কপাল থেকে চুল সরিয়ে নিজের চুমু একে দিচ্ছেন সেখানে। এ যে শুধুই বন্ধুত্ব নয় তা বেশ বোঝা যায় তাদের ছবি ও ভিডিও দেখলেই।
সম্ভবত খুব বেশি দিনের প্রেম তাঁদের নয়। একসঙ্গে ধারাবাহিকে অভিনয় করলেও শুধুই ছোট পর্দায় নয়, মঞ্চেও তাঁরা একসঙ্গে কাজ করেন। অভিনয়ের জন্য একসঙ্গে কাটান বেশ কিছুটা সময়। কয়েকদিন আগে থেকে একে অপরের সঙ্গে ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে করেছেন পোস্ট করা শুরু করেছেন দু’জন। তাদের এই ছবি ও ভিডিও দেখে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন সহকর্মীরা।
আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর
ধারাবাহিক চলাকালীন বহু অভিনেতা-অভিনেত্রী নতুন করে নিজেদের জীবন শুরু করেছেন। শুধু প্রেম নয় বিয়ে করে জীবনের নতুন অধ্যায়ও শুরু করেছেন অনেকে। তবে এই মুহূর্তে বিয়ে নিয়ে ভাবছেন না ঋত্বিক বা তনুশ্রী কেউই। তাঁরা একসঙ্গে কাজ করে দারুন আনন্দ পান, অভিনয় দু’জনের কাছেই খুব কাছের। পর্দায় অভিনয়ের পাশাপাশি মঞ্চে অভিনয় নিয়েও তাঁরা অত্যন্ত খুশি।
যদিও সরাসরি সম্পর্কের কথা বলেননি কেউই। কিন্তু সামাজিক মাধ্যমে যে ধরনের ছবি এবং ভিডিও পোস্ট করেন তাঁরা, তাতে অনেকেই বুঝে গেছেন তাঁরা একে অপরের কতটা কাছের। কিছুদিন আগেই ধারাবাহিক থেকে প্রেম পর্বের শুরু হয় অভিষেক এবং শার্লির। যদিও তাঁরা তাঁদের প্রেমের কথা ঘুণাক্ষরেও টের পেতে দেননি কাউকে। নিজেদের শুধুমাত্র ভাল বন্ধু বললেও একেবারে বিয়ের পর সকলের সামনে এই বিষয় নিয়ে মুখ খোলেন দু’জনে। কিছুটা একই ভাবে, যমুনা ঢাকি ধারাবাহিক থেকে প্রেম পর্বের সূচনা হয় রুবেল ও শ্বেতার। কিছুদিন আগে অবশেষে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। এখন সংসার করার পাশাপাশি চুটিয়ে কাজও করছেন দু’জনে। এবার ঋত্বিক ও তনুশ্রীর সম্পর্কও সেদিকে গড়ায় কি না, সেটাই দেখার।
