প্রচণ্ড গরম। আট থেকে আশির হাঁসফাঁস দশা। কী করে একটু আরাম মিলবে সেটাই সবার একমাত্র চিন্তা। এই পরিস্থিতিতে সবার মঙ্গল চেয়ে মঙ্গলবার দিন শুরু করল একরত্তি ইউভান চক্রবর্তী। সকাল সকাল কচি কণ্ঠে শোনা গেল গায়ত্রী মন্ত্র। আধো আধো উচ্চারণে সংস্কৃত মন্ত্র উচ্চারণ করেছে ‘রাজপুত্র’। এতদিন নিন্দুকদের দাবি ছিল, বাঙালি হয়েও রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায় ছেলের সঙ্গে সারাক্ষণ ইংরেজিতে কথা বলছেন। তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে এদিনের ভিডিও। একই সঙ্গে প্রশ্নও তুলেছে, রাজ কি ছেলের পৈতে দিয়ে দিলেন?
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)
কেন এই প্রশ্ন? ইউভান ব্রাহ্মণ সন্তান। অনেকেই ছোট বয়সে ছেলের পৈতে দিয়ে দেন। এবং হিন্দু শাস্ত্র মতে, সাধারণত ব্রাহ্মণ ছাড়া গায়ত্রী মন্ত্র জপ করা যায় না। তার উপরে ইউভানের মাথার চুল দেখে মনে হয়েছে অনেকের, ন্যাড়া হওয়ার পরে যেমন চুল গজায় তারও নাকি তেমনই দশা। সব মিলিয়ে এমন ধারণা সবার। তবে সেই ভাবনা যে একেবারেই সঠিক নয়, সে কথা সাফ ভিডিওতে। শুভশ্রী ছেলের এই ভিডিও পোস্ট করেছেন। দেখেই বোঝা যাচ্ছে গরম এড়াতে হাতাকাটা সুতির পাতলা জামা ইউভানকে পরিয়ে রাখা হয়েছে। চুল ছাঁটা হয়েছে ছোট করে। যাতে বাচ্চার ঘাম জমে শরীরখারাপ না হয়। এই সাজে ইউভান কোলে টেডি বিয়ার নিয়ে "ওং ভূর্ভুবস্ব হঃ" জপেছে।
এবং শুভশ্রীর বার্তা, প্রত্যেকের দিন ভাল যাক। অর্থাৎ, ভাল সংস্কারে গড়ে তুলছেন তাঁরা ছেলেকে। শেখাচ্ছেন, সকালে গায়ত্রী মন্ত্র জপলে দিন শুভ হয়। এবং সেটা যাতে সবার হয় সেই কারণেই এই ভিডিও পোস্ট। তা হলে সবাই শুনতে পাবেন। পৈতের সম্ভাবনা নস্যাৎ করে তারকা দম্পতির অনুরাগীদের পাল্টা প্রশ্ন, রাজপুত্র বলে কথা। প্রথম শুভ কাজ কি চক্কোত্তিমশাই এত চুপচাপ করবেন?