‘ইন্ডিয়ান আইডল’-এর তৃতীয় সিজন জিতে যিনি ঘরে ঘরে পরিচিত নাম হয়ে উঠেছিলেন, সেই গায়ক প্রশান্ত তামাং আর নেই। রবিবার নয়াদিল্লির নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। জানা গিয়েছে, স্ট্রোকে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে।
১৯৮৩ সালের ৪ জানুয়ারি দার্জিলিঙে জন্ম প্রশান্ত তামাংয়ের। খুব অল্প বয়সেই বাবাকে হারান তিনি। জীবনের কঠিন পরিস্থিতির মধ্যেই কলকাতা পুলিশে কনস্টেবল হিসাবে যোগ দেন প্রশান্ত। কর্মসূত্রে পুলিশের সঙ্গে যুক্ত থাকলেও সঙ্গীতের প্রতি তাঁর ভালবাসা কখনও কমেনি। পুলিশের অর্কেস্ট্রার সঙ্গেই তিনি নিয়মিত গানচর্চা চালিয়ে যান।
২০০৭ সালে ‘ইন্ডিয়ান আইডল’-এর তৃতীয় সিজন জিতে জাতীয় স্তরে পরিচিতি পান প্রশান্ত। সেই জয়ের পর মুক্তি পায় তাঁর অ্যালবাম ‘ধন্যবাদ’, যা শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলে। দেশ-বিদেশে একাধিক মঞ্চে পারফর্ম করেন তিনি এবং প্লেব্যাক ও লাইভ শিল্পী হিসাবেও নিজেকে প্রতিষ্ঠিত করেন।
সঙ্গীতের পাশাপাশি অভিনয় জগতেও পা রাখেন প্রশান্ত। ২০১০ সালে নেপালি সুপারহিট ছবি ‘গোর্খা পাল্টন’-এর মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি হয় তাঁর। এরপর ‘আংগালো ইয়ো মায়া কো’, ‘কিনা মায়া মা’, ‘নিশানি’, ‘পরদেশি’ এবং ‘কিনা মায়ামা’-সহ একাধিক নেপালি ছবিতে অভিনয় করেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অরুণাচল প্রদেশে একটি লাইভ পারফর্ম্যান্স সেরে সম্প্রতি দিল্লিতে ফিরেছিলেন প্রশান্ত। সেই সময় তাঁর কোনও গুরুতর শারীরিক অসুস্থতার কথা জানা যায়নি।
কলকাতা পুলিশের কনস্টেবল থেকে সারা ভারত জুড়ে পরিচিত মুখ হয়ে ওঠা প্রশান্তের জীবনযাত্রা অনুপ্রেরণা জুগিয়েছে লক্ষ লক্ষ মানুষকে। সম্প্রতি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পাতাল লোক’-এর দ্বিতীয় সিজনে ড্যানিয়েল লেচো চরিত্রে তাঁর তীব্র ও প্রভাবশালী অভিনয় প্রশংসা কুড়িয়েছিল।
২০০৭ সালে ‘ইন্ডিয়ান আইডল’-এর তৃতীয় সিজনে অংশ নেওয়ার সময় তিনি ছিলেন কলকাতা পুলিশের এক সাধারণ কনস্টেবল। তাঁর সরলতা ও আন্তরিক কণ্ঠস্বর দ্রুত সারা দেশের দর্শকদের মন জয় করে নেয়।
প্রশান্ত তামাংয়ের পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী গীতা থাপা এবং কন্যা আরিয়া। ২০১১ সালে নাগাল্যান্ডে গীতার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। খ্যাতি ও পেশাগত সাফল্য সত্ত্বেও পরিবারকে ঘিরেই আবর্তিত হত তাঁর জীবন। বিভিন্ন সময়ে তিনি নিজেই জানিয়েছেন, জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে স্ত্রী ও সন্তানই ছিলেন তাঁর সবচেয়ে বড় শক্তি ও অনুপ্রেরণা।
প্রশান্ত তামাংয়ের অকালপ্রয়াণে সংগীত ও চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে অনুরাগী ও সহকর্মীরা গভীরভাবে শোকাহত।
