আজকাল ডট ইনের পক্ষ থেকে আগেই খবর দেওয়া হয়েছিল দীপান্বিতা রক্ষিত দীর্ঘ সময় পর আবারও ছোটপর্দায় ফিরছেন। জুটি বাঁধছেন শুভ্রজিৎ সাহার সঙ্গে। কিছুদিন আগে এই ধারাবাহিকের প্রোমো এবং নাম প্রকাশ্যে এল। স্টার জলসার আগামী এই ধারাবাহিকের নাম 'শুধু তোমারই জন্য'। গল্পে ফুটে উঠবে ত্রিকোণ প্রেমের ছবি। 'রাহুল' অর্থাৎ শুভ্রজিৎ সাহা বহু বঙ্গ তনয়ার ক্রাশ। সুদর্শন, আকর্ষণীয় ব্যক্তিত্ব। তবে গল্প অনুযায়ী মেয়েরা যতই তাকে চাক, সে ভালবাসে একজনকেই, তিতলি। এই চরিত্রে দেখা যাবে মন্দিরা দেবনাথকে। মন্দিরা চায় আমেরিকা যেতে। যে তাকে আমেরিকা নিয়ে যাবে তার সঙ্গেই প্রেম, বিয়ে করবে সে। আর ত্রিকোণ প্রেমের তিন নম্বর কোণে রয়েছে 'রাহি' অর্থাৎ দীপান্বিতা রক্ষিত। 

 


রাহি পড়াশোনায় ভাল, সে পিএইচডি করবে। কিন্তু দেশের বাইরে যাওয়ার অফার এলে নাকচ করে জানিয়ে দেয় দেশে থেকেই পড়াশোনা শেষ করতে চায়। দেশ অন্ত প্রাণ সে, কিন্তু তার থেকেও বেশি ভালবাসে রাহুলকে। প্রোমোতে সমুদ্র সৈকতে এই তিন চরিত্রকে দেখা যায় রাহুল আঘাত পেলে ছুটে তাকে বাঁচাতে যায় রাহি। সেই সময়ই নায়ক তাকে জানায়, রাহির বোন তিতলিকে সে আজই মনের কথা জানাবে। রাহি যখন প্রশ্ন করে, বোন যদি তার প্রেম প্রস্তাব নাকচ করে তখন? রাহুল জানায় সে মেনে নেবে। এরপরই রাহুল তিতলির দিকে ছুটে যায়, এবং মনের কথা জানায়। তিতলি জবাবে সাফ জানায় তাকেই মন দেবে যে ওকে আমেরিকা নিয়ে যাবে। রাহুল কি সেটা পারবে? পছন্দের মানুষের এই দাবি সে পূরণ করবে বলেই জানায়। কিন্তু আদতে জীবন তাদের জন্য কী সাজিয়ে রেখেছে? উত্তর মিলবে ধারাবাহিকের গল্পে।

 

এই প্রোমো মোটামুটি দর্শক মহলে চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে। তবে প্রোমো দেখে একটা খটকা লেগেছে দর্শকের মনে। শুভ্রজিৎ-কে হ্যান্ডসাম অবতারে দেখা গেলেও তাঁর নাকে উপর যে ব্যান্ডেজ বাঁধা রয়েছে তা নজর এড়ায়নি দর্শকের। সেই ব্যান্ডেজ আবার মেকআপ দিয়ে ঢাকারও চেষ্টা করা হয়েছে। নতুন মেগায় কেন এমনভাবে দেখা গেল নায়ককে? কী হয়েছে তাঁর?

 

জানা যাচ্ছে, শুভ্রজিৎ এই প্রোমো শুটিংয়ের আগেই বড়সড় দুর্ঘটনার কবলে পড়েন। নাকে চোট পান, হেয়ারলাইন ফ্র্যাকচার হয়। অস্ত্রপ্রচারও করা হয়। এদিকে, সুস্থ হওয়ার আগেই এগিয়ে আসে প্রোমো শুটিংয়ের ডেট। যেহেতু ধারাবাহিকের প্রোমোর শুটিং কলকাতার বাইরে হয়েছে, তাই পিছিয়ে আসার কোনও সুযোগ ছিল না শুভ্রজিতের। পেশাদারিত্বের খাতিরে নাকে চোট নিয়েই শুটিং সারেন তিনি। তবে জানা যাচ্ছে, এখন সুস্থ হয়ে উঠেছেন শুভ্রজিৎ।

 

প্রসঙ্গত, এই প্রোমো প্রকাশ্যে আসার পরই দর্শকরা ধরে ফেলেছেন এটা আদতে একটি হিন্দি ধারাবাহিক 'উড়ারিয়ান'-এর রিমেক। তবে এই ধারা নতুন নয়। আগেও একাধিক বাংলা ধারাবাহিক হিন্দি ধারাবাহিকের নকল করে বানানো হয়েছে বা উল্টোটা। তাতে নতুন নাম সংযোজন হল, শুধু তোমারই জন্য। 

 

প্রসঙ্গত, শুভ্রজিৎ সাহা এবং দীপান্বিতা রক্ষিত দু'জনেই ছোট পর্দার চেনা মুখ। তবে মন্দিরা মূলত মডেল। তাঁদের তিনজনের এই রসায়ন কেমন জমে পর্দায়, বা গল্প কোন দিকে বয় সেদিকে নজর থাকবে। শুধু তোমারই জন্য ধারাবাহিকটি কবে থেকে শুরু হবে, বা কোন স্লটে দেখা যাবে এখনই জানানো হয়নি। ফলে এই ধারাবাহিকের কারণে কোন মেগার কপাল পুড়ছে এখনই স্পষ্ট নয়।