শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টলিউডের অন্যতম পরিচিত ও জনপ্রিয় মুখ। সাফল্যের পাশাপাশি বিতর্কও বারবার ছায়া ফেলেছে তাঁর জীবনে। ব্যক্তিগত জীবনে নানা কারণে তাঁকে ঘিরে তৈরি হয়েছে চর্চা, সমালোচনা ও নিন্দার ঝড়। একের পর এক কঠিন সময় পেরোতে হয়েছে তাঁকে। বহুবার মানসিকভাবে ক্ষতবিক্ষতও হয়েছেন।
তবু এই সব ঝড়ঝাপ্টার মাঝেই নিজের জায়গায় অনড় থেকেছেন শ্রাবন্তী। বিশ্বাস হারাননি, ভরসা রেখেছেন ঈশ্বরের উপর। যা তিনি নিজেই একাধিকবার প্রকাশ্যে স্বীকার করেছেন। শনিবার যেন ফের সেই বিশ্বাসেরই প্রতিফলন দেখা গেল। গ্ল্যামার আর জাঁকজমকের আড়ালে নয়, বরং এক শান্ত, সংযত ও আত্মিক শ্রাবন্তীর উপস্থিতিই ধরা পড়ল সবার চোখে। যেন একেবারে অন্য রূপে ধরা দিলেন নায়িকা।
বাগবাজারের রায়চৌধুরি বাড়ির ঐতিহ্যবাহী ও বিখ্যাত কালীপুজোয় উপস্থিত হয়েছিলেন শ্রাবন্তী। সেখানে তিনি আর তারকা নন, একেবারে সাধারণ এক ভক্ত। আর পাঁচজন মানুষের মতোই নিঃশব্দে মিশে গিয়েছিলেন ভিড়ের মধ্যে। কোনও ছবির প্রচার বা পেশাগত কারণ নয়, নিখাদ ভক্তির টানেই তিনি হাজির হয়েছিলেন দেবীর চরণে।
সাদা শাড়িতে স্নিগ্ধ সাজ, খোলা চুল আর কপালে ছোট্ট টিপ, গ্ল্যামারের আড়াল ছেড়ে ধরা দিল এক শান্ত, সংযত শ্রাবন্তী। নায়িকা সত্তার বাইরে এক অন্য মানুষ যেন। ভক্তিভরে দেবী কালীকে ধূপ দেখালেন, হাতজোড় করে প্রার্থনা করলেন, আর ফুল অর্পণ করলেন দেবীর পায়ে। চারপাশে সাজানো নানা রকম ভোগের আয়োজনও মনোযোগ দিয়ে দেখলেন তিনি। চোখেমুখে ছিল ভক্তির ছাপ।
শ্রাবন্তীর এই সহজ-সাধারণ, সংযত রূপ দেখে মুগ্ধ হয়েছেন তাঁর ভক্তরাও। বড়পর্দায় যাঁকে তাঁরা গ্ল্যামারাস নায়িকা হিসাবে দেখেন, সেই পরিচয়ের আড়ালে যেন এক অন্য শ্রাবন্তীকে আবিষ্কার করেছেন অনেকেই। ভক্তির আবেশে ডুবে থাকা, নিঃশব্দ উপস্থিতিতে ধরা দেওয়া এই রূপ মন ছুঁয়ে গিয়েছে অনুরাগীদের। সোশ্যাল মিডিয়া জুড়ে তাই প্রশংসার বন্যা। কেউ বলছেন তাঁর সরলতাই তাঁর আসল সৌন্দর্য, কেউ আবার এই শান্ত, আধ্যাত্মিক শ্রাবন্তীকে দেখছেন নতুন করে।
শিশুশিল্পী হিসাবে ‘মায়ার বাঁধন’ ছবির হাত ধরে অভিনয়জগতে পা রাখেন শ্রাবন্তী। এরপর ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘চ্যাম্পিয়ন’ ছবিতে জিতের বিপরীতে নায়িকার ভূমিকায় দর্শকের নজর কেড়ে নেন তিনি। সেখান থেকেই শুরু হয় তাঁর উত্থানের গল্প। আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক বক্স অফিস হিট উপহার দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই তিনি নিজেকে টলিউডের প্রথম সারির নায়িকাদের তালিকায় প্রতিষ্ঠিত করেন। শুধু বাণিজ্যিক ছবি নয়, বিষয়নির্ভর ও চরিত্রপ্রধান ছবিতেও নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখে গিয়েছেন শ্রাবন্তী। তাঁকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল শুভ্রজিৎ মিত্র পরিচালিত ইতিহাস-ভিত্তির ‘দেবী চৌধুরানী’-তে। নামভূমিকায় তাঁর শক্তিশালী অভিনয় দর্শক ও সমালোচক, দু’পক্ষেরই প্রশংসা কুড়িয়েছে।
