সংবাদসংস্থা মুম্বই: সারা আলি খান, ইব্রাহিম আলি খান, তৈমুর আলি খান ও জাহাঙ্গীর আলি খান, চার সন্তানকে নিয়ে বরাবরই খোশমেজাজে থাকেন অভিনেতা সইফ আলি খান।
সম্প্রতি, এক সাক্ষাৎকারে নিজের চার সন্তানকে নিয়ে কথা বলতে গিয়ে সইফ জানান, সারা ও ইব্রাহিম ছোট থেকেই খুব বুদ্ধিদীপ্ত। এখন দু'জনেই ছবির জগতে নিজেদের পরিচয় গড়ে তুলেছে। সারার অভিনয় সইফের বরাবরই পছন্দ বলে জানিয়েছেন অভিনেতা। অন্যদিকে, ইব্রাহিমের সঙ্গে অভিনয় জীবন প্রসঙ্গে নিজের মতাদর্শ নিয়ে আলোচনা করেন সইফ।
ওই সাক্ষাৎকারে অভিনেতা বলেন, "তৈমুর এখনও খুব চঞ্চল। সবসময় কিছু না কিছু কাজ করতেই থাকে। তবে অভিনয়ের প্রতি ওর তেমন আকর্ষণ লক্ষ্য করিনা। কিন্তু জেহ জন্মগত অভিনেতা। ওর হাবভাব এখন থেকেই সিনেমার হিরোর মতো।"
চার সন্তানকে কীভাবে সময় দেন সইফ? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে করিনা বলেন, "সইফের খুব প্রিয় একা বসে কফি খাওয়া বা সারার সঙ্গে গল্প করা। আমি জানি যে সারার সঙ্গে সইফের এই সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ। ইব্রাহিম, সারা ও সইফ হামেশাই একসঙ্গে ছুটি কাটাতে যায়। এছাড়া খুব ভাল হয়, যদি সবাই একসঙ্গে থাকে। চার ছেলে মেয়ে একসঙ্গে থাকলে খুব খুশি হয় সইফ। বিভিন্ন উৎসব অনুষ্ঠান আমরা সবাই একসঙ্গে কাটাই। গোটা পরিবার একসঙ্গে থাকলে সইফ খুব খুশি হয়।"
প্রসঙ্গত, সন্দীপ রেড্ডি বঙ্গার আগামী ছবি 'স্পিরিট'-এ মুখ্যভূমিকায় দেখা যাবে প্রভাসকে। একজন পুলিশ আধিকারিকের পর্দায় হাজির হবেন তিনি। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই ছবিতেই নাকি খলনায়ক জুটির ভূমিকায় দেখা যাবে সইফ আলি খান এবং করিনা কাপুরকে। বহু বছর পর ফের এই ছবিতে জুটি বাঁধছেন সইফ-করিনা।
