সংবাদসংস্থা মুম্বই: এশিয়ার ধনীতম ব্যক্তির কনিষ্ঠ পুত্রের বিয়ে বলে কথা। দেশ-বিদেশের তাবড় সব তারকারা হাজির হয়েছিলেন অনন্ত অম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে। জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে এই বিয়ের আসরের বিভিন্ন মুহূর্ত নেট দুনিয়ায় ভাইরাল। এই অনুষ্ঠানেই শাহরুখ খানের সঙ্গে দেখা হয়ে গেল ডব্লিউডব্লিউই-এর বিখ্যাত তারকা তথা জনপ্রিয় হলিউড অভিনেতা জন সিনার!

শুক্রবার মুম্বইয়ের বিমানবন্দরে জন সিনাকে দেখে হতবাক হয়ে গিয়েছিলেন ছবিশিকারিরা। জানা যায়, অম্বানিদের বিয়ের অনুষ্ঠানের অন্যতম অতিথি হিসাবে ভারতে এসেছেন তিনি। সেই ছবি প্রকাশ পাওয়ামাত্রই শোরগোল পরে যায় নেট দুনিয়ায়। সেদিন সন্ধ্যায় অনুষ্ঠানের আসরে সনাতনী ভারতীয় সাজ কুর্তা-পাজামা পরে হাজির হন 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস' ছবির এই তারকা‌। ছবিশিকারিদের আবদারে তাঁদের ক্যামেরার সামনে দাড়িয়ে পোজ দিতেও দেখা গিয়েছিল তাঁকে। শুধু তাই নয়, এরপর মাথায় পাগড়ি পরে হিন্দি ছবির গানের সুরে ডান্স ফ্লোরে জমিয়ে নাচলেন জন। তাঁর 'ইউ কান্ট সি মি' নামক বিখ্যাত নাচের ভঙ্গিতে! 

শেষ এখানেই নয়। সেসবের মাঝে শাহরুখের সঙ্গে দেখা হয়ে যায় এই ডব্লিউডব্লিউই তারকার। অন্দরের সূত্রের খবর, দেখা হওয়ামাত্রই নাকি পরস্পর পরস্পরকে জড়িয়ে ধরেন। নিভৃতে অনেকক্ষণ কথাও নাকি হয় দু'জনের। এরপর দেশে ফিরেই টুইটারে শাহরুখের সঙ্গে হাসিমুখে নিজের একটি ছবি পোস্ট করেছেন জন সিনা।

ছবি যে বিয়ের অনুষ্ঠানেই তোলা তা নিয়ে কোনও সন্দেহ নেই। ছবিতে শাহরুখকে দেখা যাচ্ছে জলপাই রঙের পাঠান শেরওয়ানি-সাদা কুর্তায়, অন্যদিকে ফ্লোরাল এমব্রয়ডারি করা ঘন নীল রঙের পাঞ্জাবি-সাদা কুর্তাতে।‌ ছবিটি পোস্ট করে জন লিখেছেন, " স্বপ্নের মতো গত ২৪ ঘন্টা কাটল। অম্বানি পরিবারকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই তাঁদের উষ্ণ আতিথেয়তার জন্য। এই সফরে এত অবিস্মরণীয় ঘটনার সাক্ষী থাকলাম যা ভোলার নয়। বহু মানুষের সঙ্গে আলাপ হল, নতুন বন্ধুত্ব হল। দেখা, কথা হল শাহরুখ খানের সঙ্গেও। যাঁকে ব্যক্তিগতভাবে বলতে পেরেছি, আমার জীবনে ঠিক কতটা সদর্থক ছাপ ফেলেছেন তিনি"।

জনের এই পোস্ট দেখে উচ্ছ্বসিত শাহরুখ রসক্ষ্যাপার দল। তার কারণও আছে। সমাজসেবী হিসাবে নাম আছে জনের এবং পর্দার বাইরে প্রায় সবসময় মানুষকে প্রেরণামূলক কথাবার্তা বলে উদ্বুদ্ধ করেন তিনি। এবার সেই মানুষকেই প্রেরণা জুগিয়েছেন শাহরুখ! আর সেকথা জানাচ্ছেন জন সিনা স্বয়ং। শাহরুখ ভক্তদের খুব একটা দোষ যায় কি?