সংবাদ সংস্থা মুম্বই: কেন বর্তমানে গোটা দেশজুড়ে দক্ষিণী ছবিদের এত রমরমা? কেনই বা পরপর মুখ থুবড়ে পড়ছে আরব সাগরের পাড়ে তৈরি হওয়া অধিকাংশ সব ছবি? হদিস দিলেন আমির খান। কী করলে সাফল্যের মুকুট পুনুরুদ্ধার করতে পারবে বলিউড, তার-ও সন্ধান দিলেন ‘মিঃ পারফেকশনিস্ট’।
আগামী ১৪ মার্চ ৬০ বছরে পা রাখতে চলেছেন আমির। অভিনেতার জন্মদিন উপলক্ষে তাঁর অভিনীত একাধিক ছবি নতুন করে প্রেক্ষাগৃহে দেখানোর উদ্যোগ নিয়েছে একটি মাল্টিপ্লেক্স। এই আমিরি-ছবি উৎসবের নাম রাখা হয়েছে, ‘আমির খান: সিনেমা কা জাদুকর’। সেই অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলিউডের ব্যর্থতা প্রসঙ্গে মতামত জানালেন আমির খান। তারকা-অভিনেতা জানিয়েছেন, দক্ষিণী পরিচালকরা তাঁদের গল্পে আবেগ-অনুভূতিকে প্রাধান্য দেন, শিকড় উপড়ে গল্প বোনেন না, যেটা বলিউডের পরিচালকেরা ভুলে গিয়েছেন।
 
 আমির আরও বলেন, “আমার ধারণা, বলি-পরিচালকেরা মাল্টিপ্লেক্সের দর্শক টানার উপর বেশি জোর দিচ্ছেন। সেই ধরনের দর্শকের কথা ভেবেই ছবির চিত্রনাট্য লেখা হচ্ছে। ফলে, নিজেদের শিকড়কে অস্বীকার করা হচ্ছে। জীবনের বিভিন্ন আঙ্গিক নিয়ে কথা বলতে চাইলেও বলিউড জোর দেওয়া হচ্ছে সূক্ষ্ণ অনুভূতির উপর। সেখানে জোরালো সব অনুভূতি নিয়ে কিন্তু খুব বেশি উচ্চবাচ্য করা হচ্ছে না। দক্ষিণ ছবির ইন্ডাস্ট্রি কিন্তু সেখানে সিঙ্গল স্ক্রিনের দর্শককে মাথায় রেখে ছবি তৈরি করছে। বলিউড সেখানে ঝুঁকছে মাল্টিপ্লেক্স দর্শক লালন পালনের ব্যাপারে।” সবশেষে আমিরের সংযোজন, “আবেগ এবং অনুভূতি নানা রকমের হতে পারে। সংখ্যাগরিষ্ঠ দর্শক আবেগ পছন্দ করেন।”
