৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং জুন মালিয়া। তবে সমাপ্তি অনুষ্ঠানে হাজির থাকলেন না অভিনেতা। পরমব্রত চট্টোপাধ্যায়ের উপস্থিতিকে কেন্দ্র করে শুরু হয় নতুন বিতর্ক। এই বছর কলকাতা চলচ্চিত্র উৎসবে অনুপস্থিত ছিল ফেডারেশন। একবারও দেখা যায়নি ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে। এমনকি কোনও কলাকুশলীও উপস্থিত ছিলেন না। এর কারণ হিসেবে অবশ্য শোনা গিয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম। একসময় ফেডারেশনের বিরুদ্ধে আইনি লড়াইতে নাম ছিল এই পরিচালক অভিনেতার। সেই কারণেই তার উপস্থিতির জন্য অনুপস্থিত থাকল ফেডারেশন? পরমব্রত চট্টোপাধ্যায়কে এই প্রশ্ন করা হলে তিনি জানান, “আমি আগেও বলেছি এবং আবারও বলছি, ফেডারেশনের বিরুদ্ধে কোনও আইনী লড়াইতে আমি আর নেই এবং বর্তমানেও থাকব না। আমার মনে হয় যে কোনও বিষয় আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া সম্ভবত তাই এই লড়াই থেকে আমি সরে এসেছি। তাই আমার মনে হয় না আমার কারণে কেউ অনুপস্থিত থাকতে পারেন, উৎসব শুরু হয়েছে। নিশ্চয়ই সকলে যোগদান করবেন। সকলেই আসবেন।”

এই নিয়ে আলোচনা-সমালোচনা চললেও এই বিষয়ে সরাসরি কেউ কিছুই বলেননি। তবে এদিন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চে দেখা গেল না পরমব্রতকে। তাঁর পরিবর্তে মঞ্চে ছিলেন জুন মালিয়া এবং উজান গঙ্গোপাধ্যায়। অর্থাৎ পরমব্রতের পরিবর্তে মঞ্চে জায়গা করে নিলেন উজান। কিন্তু কী কারণে পরমব্রত অনুপস্থিত থাকলেন শেষ দিনে? কারণ এই উৎসবের প্রায় প্রত্যেকদিন হাজির ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়।  ছবি দেখার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানেও যোগদান করেন তিনি। তবে কেন শেষ দিনে দেখা গেল না এই অভিনেতা পরিচালককে? এদিন মঞ্চ থেকে জুন মালিয়া জানালেন, এই বছর শেষ দিনে মঞ্চে দেখা যাবে না পরমব্রত চট্টোপাধ্যায়কে, তার কারণ শারীরিক অসুস্থতা। গলায় একটি ইনফেকশনের কারণে হঠাৎ করেই অসুস্থ হয়ে পারেন পরমব্রত, সেই কারণে এদিন ইচ্ছে থাকলেও অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারলেন না তিনি।

সেই কারণে পরমব্রতর জায়গায় অনুষ্ঠান সঞ্চালনা করলেন জুন মালিয়া এবং উজান গঙ্গোপাধ্যায়। প্রথমবার এই মঞ্চে কোথা গেল কৌশিক গঙ্গোপাধ্যায় এবং চূর্ণি গঙ্গোপাধ্যায়ের পুত্র উজান গঙ্গোপাধ্যায়কে। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অরূপ বিশ্বাস, গৌতম ঘোষ, দেব, সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল, শান্তনু মৈত্র, হরনাথ চক্রবর্তী সহ আরও অনেকে।