সম্প্রতি একটি কনসার্টে বলিউডের অন্যতম গ্ল্যামারাস অভিনেত্রী মালাইকা অরোরাকে এক 'রহস্যময় পুরুষের' সঙ্গে দেখা যাওয়ার পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল গুঞ্জন।আন্তর্জাতিক তারকা এনরিকে ইগলেসিয়াসের একটি কনসার্টে মালাইকাকে ওই পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ আলাপচারিতা এবং ঘুরে বেড়াতে দেখা যায়, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়। 

 

 

অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার বিচ্ছেদের খবরের পর এই ঘটনা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে জল্পনার সৃষ্টি করেছে। ভাইরাল হওয়া ভিডিও ক্লিপগুলিতে দেখা যায়, মালাইকা বেশ খোশমেজাজে ওই পুরুষের সঙ্গে নাচছেন এবং কনসার্ট উপভোগ করছেন। প্রথমে অনেকেই বিষয়টিকে গুরুত্ব না দিলেও, দ্রুতই এটি মালাইকার জীবনে নতুন পুরুষের আগমন হিসেবে জল্পনা হতে শুরু করে।

 

 


নেটিজেনদের একটি অংশ প্রথমে জল্পনা করে যে এই ব্যক্তি মালাইকার নতুন প্রেমিক। এমনকী কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দাবি করে বসে যে ওই পুরুষ হলেন হর্ষ মেহতা, একজন ৩৩ বছর বয়সী হিরে ব্যবসায়ী। তবে, গুজব আরও ডালপালা মেলার আগেই, মালাইকার অনুরাগীরাই এই ডেটিংয়ের দাবিটি খণ্ডন করতে এগিয়ে আসেন। রেডিট-এর মতো প্ল্যাটফর্মে একাধিক ব্যবহারকারী স্পষ্ট করে দেন যে তথাকথিত এই 'রহস্যময় পুরুষ' আসলে মালাইকার নতুন প্রেমিক নন, বরং তিনি হলেন তাঁর ম্যানেজার। মালাইকার বিভিন্ন জনসমক্ষে উপস্থিতি এবং ইভেন্টগুলির সমন্বয়ের দায়িত্বে তাঁকে প্রায়শই দেখা যায়। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, "ভুল তথ্য, ইনি ওঁর ম্যানেজার", অন্য একজন যোগ করেন, "বন্ধুরা, শান্ত হন, এই লোকটিকে এর আগেও শুটিংয়ে ওঁর সঙ্গে দেখা গিয়েছে।"

 

 

কিন্তু হর্ষকে প্রকাশ্যে দেখে অনেকেই মনে করছেন, সূক্ষ্ম ভাবে সম্পর্কে সিলমোর দিলেন মালাইকা। গত বছর থেকেই নাকি হর্ষের সঙ্গে আলাপ তাঁর। তবে সম্পর্ক গত কয়েক মাসের। তবে এই নিয়ে এখনও মুখে কুলুপ মালাইকার। অভিনেত্রী তথা মডেল হর্ষ মেহতা নামে এখনও কাউকে ইনস্টাগ্রামে ফলো করেন না। তাই এখনও এই রহস্যময় পুরুষের পরিচয় নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে।

 

 

প্রসঙ্গত, আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অভিনেতা অর্জুন কাপুরকে মন দিয়েছিলেন মালাইকা। একসঙ্গে প্রায় সাত বছর সহবাসও করেছেন তাঁরা। বয়সের বেশ খানিকটা ফারাক থাকলেও তাঁদের সম্পর্কে সে প্রভাব দেখা যায়নি। হঠাৎই গত বছর সম্পর্কে ইতি টানেন তাঁরা। যদিও প্রেম ভাঙলেও তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক এখনও বজায় আছে। 

 


এদিকে , অর্জুনের সঙ্গে প্রেমে ইতি টানার পরেই মালাইকার ব্যক্তিগত জীবন নিয়ে নানা চর্চা আরও বেশি করে চলতে থাকে। অভিনেত্রী কার সঙ্গে নতুন করে প্রেম করছেন তা নিয়ে চলতে থাকে নানা জল্পনা। মালাইকা আবারও বিয়ের পিঁড়িতে বসবেন কিনা তা নিয়েও কম কথা হয় না! তবে বরাবরই চাঁচাছোলা ভাষায় জবাব দিয়ে দেন অভিনেত্রী। জানিয়ে দেন সবটাই সময়ের উপরেই ছেড়েছেন তিনি।