সংবাদসংস্থা মুম্বই: নিজের স্বপ্নের রাজকন্যাকে স্ত্রী হিসেবে পাওয়ার সৌভাগ্য খুব কম জনের হয়। আর তাঁদের মধ্যে অন্যতম ভাগ্যবান হলেন বলি অভিনেতা ভিকি কৌশল। অভিনেত্রী ক্যাটরিনা কইফ-এর প্রতি তাঁর ভাললাগা বহুবার মুম্বই সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন ভিকি। করোনা পরিস্থিতিতে শুরু হয় তাঁদের প্রেম। এরপর ২০২১-এর ৯ ডিসেম্বর গাঁটছড়া বাঁধেন এই জুটি।
কিন্তু বিয়ে ক্যাটরিনার সঙ্গে হলেও একান্তে সিনেমা দেখতে চান অভিনেত্রী দীপিকা পাডুকোনের সঙ্গে! এমনটাই নিজের মুখে বললেন ভিকি। সম্প্রতি সামাজিক মাধ্যমে উঠে এসেছে ভিকির একটি পুরনো সাক্ষাৎকার। সেখানে তাঁকে জিজ্ঞেসা করা হয়, ক্যাটরিনা না দীপিকা কার সঙ্গে একান্তে সিনেমা দেখতে যেতে চান অভিনেতা? মজার ছলে জবাবে তিনি বলেন, "সেই সময় যিনি ফাঁকা থাকবেন তাঁকে নিয়েই যাব।"
প্রসঙ্গত, আগামীতে ভিকি কৌশলকে দেখা যেতে চলেছে 'ছাবা'য় 'ছত্রপতি শম্ভাজী মহারাজ'-এর চরিত্রে। ছবির পরিচালনায় রয়েছেন লক্ষণ উতেকর। অভিনেত্রী রশ্মিকা মন্দানাকে দেখা যাবে ভিকির বিপরীতে। চলতি বছর ৬ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি। অন্যদিকে, ক্যাটরিনা কইফকে শেষবার 'মেরি ক্রিসমাস' এবং 'টাইগার ৩'-এ দেখা গিয়েছিল। আগামীতে অভিনেত্রীকে ফারহান আখতার পরিচালিত ছবি 'জি লে জারা'য় প্রিয়াঙ্কা চোপড়া ও আলিয়া ভাটের সঙ্গে একই ফ্রেমে দেখা যেতে চলেছে। অন্যদিকে সদ্য কন্যা সন্তানের মা হয়েছেন দীপিকা। এখন মেয়েকে নিয়েই সময় কাটছে তাঁর। তাই কাজ থেকে নিয়েছেন সাময়িক বিরতি। যদিও আর কিছুদিনের মধ্যেই শুটিং ফ্লোরে ফিরবেন বলে অনুরাগীদের আশ্বাস দিয়েছেন দীপিকা।
