আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...


করণের ছবিতে আদিত্য


চলতি বছর ধামাকা নিয়ে আসছেন আদিত্য রায় কাপুর। তবে এবার আর কোনও রোমান্টিক হিরো হিসেবে নয়, বরং দর্শকদের মেরুদণ্ড দিয়ে হিমস্রোত বইয়ে দিতে এক হাড়হিম করা হরর-থ্রিলার নিয়ে হাজির হচ্ছেন তিনি। আর এই মেগা প্রজেক্টের নেপথ্যে রয়েছেন বলিউডের প্রভাবশালী প্রযোজক করণ জোহর। গত কয়েক মাস ধরেই এই প্রজেক্ট নিয়ে পর্দার আড়ালে ব্যাপক প্রস্তুতি চলছিল। আদিত্য এবং করণের এই জুটি বর্তমানে বি-টাউনের আলোচনার কেন্দ্রবিন্দুতে। জানা গিয়েছে, ২০২৬ সালের মে মাস নাগাদ সিনেমাটির শুটিং শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে। যদিও ছবিটির নাম এখনও চূড়ান্ত হয়নি, তবে চিত্রনাট্য পড়ার পর আদিত্য নাকি সঙ্গে সঙ্গেই সবুজ সংকেত দিয়েছেন। অভিনেতার ঘনিষ্ঠ সূত্র বলছে, এই চরিত্রটি আদিত্যর কেরিয়ারে এক বড় মোড় হতে পারে। গতানুগতিক প্রেমের গল্পের বাইরে গিয়ে এক ভিন্ন ধরনের কাজ দর্শককে উপহার দিতে চলেছেন অভিনেতা।


রানিকে 'দেবী' বললেন অক্ষয়!


ব্যক্তিগত জীবনে দারুণ বন্ধু অক্ষয় কুমার এবং রানি মুখার্জি। তবে সম্প্রতি অক্ষয় এমন এক কাজ করেছেন, যা দেখে আপ্লুত রানির অনুরাগীরা। বলিউডের ‘খিলাড়ি’ কুমার এবার প্রকাশ্যে রানি মুখার্জিকে ‘অভিনয়ের দেবী’ বলে অভিহিত করলেন। একই সঙ্গে অনুরাগীদের কাছে এক বিশেষ আর্জি জানিয়েছেন অভিনেতা। তিনি সকলকে অনুরোধ করেছেন রানির নতুন ছবি ‘মর্দানি ৩’ প্রেক্ষাগৃহে গিয়ে দেখার জন্য। সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। গত কয়েক দশক ধরে রানি মুখার্জি তাঁর অভিনয়ের জাদু দিয়ে দর্শকমন জয় করে চলেছেন। 'মর্দানি ৩'-এও একইরকম প্রভাব বিস্তার করেছেন অভিনেত্রী।


এবার বড়পর্দায় 'নাগিন'?


বড়পর্দায় আসছে একতা কাপুরের সুপারহিট ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’। দর্শকদের শিহরণ জাগাতে রূপালি পর্দায় আসছে এই সুপারন্যাচারাল ড্রামা। টেলিভিশন দুনিয়ায় ‘নাগিন’ মানেই 'সেরার সেরা'। মৌনী রায় থেকে শুরু করে তেজস্বী প্রকাশ এখন প্রিয়াঙ্কা চাহার চৌধুরীর মতো তারকাদের দেখা গিয়েছে এই চরিত্রে। একের পর এক সিজনে এই শো টিআরপি চার্টে রাজত্ব করেছে। বলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, একতা কাপুর এবার এই জনপ্রিয় শোকে আরও বড় রূপ দেওয়ার পরিকল্পনা করছেন। জানা গিয়েছে, টেলিভিশন বা ওটিটি প্ল্যাটফর্মের গণ্ডি পেরিয়ে ‘নাগিন’-এর এই নতুন ভার্সনটি সরাসরি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। মূলত এই ছবির প্রি-প্রোডাকশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে গুঞ্জন। তবে ছবির কাস্টিং নিয়ে এখনও চরম গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। আগের সিজনগুলোর কোনও চেনা মুখকেই কি বড়পর্দায় দেখা যাবে, নাকি নতুন কোনও বলিউড ডিভাকে 'নাগিন' হিসেবে লঞ্চ করবেন একতা, তা নিয়ে অনুরাগীদের মধ্যে জল্পনার শেষ নেই।