শীঘ্রই মুক্তি পেতে চলেছে শাহিদ কাপুর অভিনীত ছবি 'ও রোমিও'। বর্তমানে অভিনেতা জমিয়ে এই ছবির প্রচার করছেন। আর তারই ফাঁকে মুখ খুললেন বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে। জানালেন বলিউড আর ভাল ছবি বানাচ্ছে না। 
সম্প্রতি ও রোমিও ছবির প্রচারের জন্য একটি পডকাস্ট শোতে গিয়েছিলেন শাহিদ কাপুর। সেখানেই অভিনেতা জানালেন বলিউডের তরফে বর্তমানে আর সেই পরিমাণ ভাল হিন্দি ছবি বানানো হচ্ছে না। উল্টে তৈরি করা মার্কেটিংয়ের কারণে ক্ষতি হচ্ছে ছবি এবং ইন্ডাস্ট্রির। 

শাহিদ কাপুরের মতে, তৈরি করা বা ম্যানুফ্যাকচার্ড মার্কেটিংয়ের সঙ্গে দর্শকদের আসল প্রতিক্রিয়া কখনও মেলে না। অথচ শিল্পীরা দর্শকদের আসল প্রতিক্রিয়া জানতে চান। অভিনেতা এও জানান তিনি কখনই মেকি পিআর সাইকেলে বিশ্বাস করেননি। 

শাহিদ কাপুর এদিন তাঁর কথায় স্বীকার করে নেন মার্কেটিং প্রয়োজন। কিন্তু কতটা দরকার সেটা বোঝা জরুরি। তাঁর কথায়, 'মানুষ বোঝে না, কিন্তু এটাই জীবনের সৌন্দর্য। যখন একঘর ভর্তি মানুষ হাততালি দেয়, সিটি বাজায়, আপনার কাজকে প্রশংসা করে, নিজের থেকে উপরে রাখে তার গুরুত্ব আলাদা হয়। ব্যাপারটাই বড় সুন্দর। সেই জন্যই শিল্প এত বিশেষ। কিন্তু যখন এটা নষ্ট হতে শুরু করে, ব্যাঘাত, মেকি কিছু চলে আসে তখন সেটা আর আগের মতো থাকে না।' 

শাহিদ কাপুর এদিন এও জানান, একদিকে দর্শক যেমন ধৈর্য হারাচ্ছে, তেমনই নির্মাতারাও ফোকাস করতে পারছেন না। কাজে মন বসাতে করছেন না। কিছু তৈরি করার বিষয়ে কম্প্রোমাইজ করে ফেলছেন। অভিনেতার মতে দর্শক ছবি দেখতে চাইছে না যে সেটা নয়। কিন্তু আর ভাল ছবি তেমন বানানো হচ্ছে না। 

প্রসঙ্গত 'ও রোমিও' ছবিটি ভ্যালেন্টাইন্স ডের সময় ১৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে। এই ছবিটির পরিচালনা করেছেন বিশাল ভরদ্বাজ। সাজিদ নাদিয়াওয়ালা প্রযোজনা করেছেন। হুসেন জেইদির বইয়ের উপর ভিত্তি করে ছবিটি বানানো হয়েছে, তবে অনেকেই মনে করেছেন এখানে ডন হুসেন উস্তারা এবং স্বপ্না দিদির কথা দেখানো হয়েছে। মুখ্য ভূমিকায় শাহিদ ছাড়াও আছেন তৃপ্তি দিমরি, নানা পাটেকর, প্রমুখ।