সুজান খানের সঙ্গে বিচ্ছেদের পর একটা লম্বা সময় নাকি ‘সিঙ্গল’ ছিলেন হৃতিক রোশন। এরপর কয়েক বছর আগে তাঁর জীবনে আসেন সাবা আজাদ। গায়িকা, বাচিকশিল্পী ও অভিনেত্রী সাবার সঙ্গে হৃতিকের রসায়নের প্রচুর নিদর্শন রয়েছে সমাজমাধ্যমে। তবে খ্যাতনামী ব্যক্তিত্বের প্রেমিকা হওয়ার মাসুল বিভিন্ন সময়ে গুনতে হয়েছে তাঁকে। ট্রোলিংয়ের পাশাপাশি তাঁর প্রতিভা নিয়েও প্রশ্ন তুলেছে নেটপাড়ার বাসিন্দারা।

 

 

 

তবে সেসবকে পাত্তা দিতে নারাজ সাবা। দিব্যি প্রেমিকের সঙ্গে কাটিয়ে দিচ্ছেন বছরের পর বছর। এমনকী হৃতিকের পরিবারের সঙ্গেও দারুণ সম্পর্ক তাঁর। শুধু পরিবারই নয়, হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গেও বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সাবার। সব মিলিয়ে তাঁরা যে 'হ্যাপি ফ্যামিলি' তা বলাই যায়। 

 

 

 

অন্যদিকে, প্রেম নিয়ে কোনওদিনই রাখঢাক করেননি হৃতিক। তিনি বলিউডের 'গ্রিক গড'। ভারতীয় সিনেমা জগতের অন্যতম সুপারস্টার। যাকে বড়পর্দায় দেখে অনুপ্রাণিত হন লাখ লাখ দর্শক। এবার সেই হৃতিক রোশনই বাস্তব জীবনে অনন্য নিদর্শন রাখলেন ভক্তদের সামনে। যা এখন নেট দুনিয়ায় রীতিমতো চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেখা গিয়েছে, সম্প্রতি আম্বানিদের একটি অনুষ্ঠানে প্রেমিকা সাবা আজাদের জুতো হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন হৃতিক! যদিও এই ভিডিওটি বেশকিছু বছর আগের। তবুও নতুন করে এই ভিডিও দেখে চর্চা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে।

 

আরও পড়ুন: পরভিন ববিকে অপহরণ করেছিলেন অমিতাভ? উন্মোচিত বলিউডের সবচেয়ে চাঞ্চল্যকর গোপন অধ্যায়ের!

 

ভিডিওতে প্রেমিকার প্রতি হৃতিকের প্রেম, শ্রদ্ধা এবং সম্মান দেখে রীতিমতো আপ্লুত অনুরাগীরা। নেটদুনিয়ার একাংশের মতে, হৃতিকের এই আচরণ যুবসমাজের কাছে দৃষ্টান্ত। কারণ, একজন বলিউড স্টারের কোটি কোটি অনুরাগী। তাঁরা যদি তারকার দেখাদেখি ছেলেমেয়ে নির্বিশেষে লিঙ্গ-বৈষম্য ভুলতে শুরু করে, তাতে আখেরে দেশেরই মঙ্গল। তবে অনেকেই আবার হৃতিকের এই আচরণকে নিজের 'ইমেজ' তৈরির চেষ্টা বলেও কটাক্ষ করেছেন।

 

 

কয়েক বছর আগে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে বান্ধবী সাবা আজাদকে নিয়েই উপস্থিত হয়েছিলেন বলিউড অভিনেতা। তাঁদের কেমিস্ট্রির কথা এতদিনে সংবাদমাধ্যম জেনে গিয়েছে। তবে সেদিন সবাই যা দেখেছেন, তা যেন দু'জনের ভালবাসার মাত্রাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে।

 

 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছে যে, হৃতিক সাবার একজোড়া হিল জুতো হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এমনকী সবার সঙ্গে হেসে হেসে গল্পও করছেন। এই কাজে তাঁর মধ্যে অস্বস্তির লেশমাত্র ছিল না। বরং হৃতিক যে ভালবেসেই সাবার জুতো নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন তা অভিনেতার চোখেমুখেই স্পষ্ট বোঝা যাচ্ছিল।