নিজস্ব সংবাদদাতা: মঞ্চ থেকে অভিনয়ের সঙ্গে পরিচিতি। মৃণাল সেনের হাত ধরে বড়পর্দায় প্রথম কাজ। এরপর বহু ধারাবাহিক থেকে ছবিতে বিভিন্ন চরিত্রে নজর কেড়েছেন। তিনি আর কেউ নন অভিনেত্রী অনসূয়া মজুমদার। দীর্ঘ ৫০ বছরের অভিনয় জীবনে দেখেছেন বহু ওঠা-পড়া। পার করেছেন বহু কঠিন পথও।
দীর্ঘ অভিনয় জীবনে পরিচিতি বড্ড সাম্প্রতিক। তাই কি আক্ষেপ অভিনেত্রীর? আজকাল ডট ইন-কে অনসূয়া মজুমদার বলেন, "আক্ষেপটা করি না। চোখের সামনে অনেক পরিবর্তন দেখেছি। তাই আক্ষেপটা ঠিক আসে না। আজও 'ডিরেক্টরস আর্টিস্ট' আমি। পরিচালকের কথাই শেষ কথা। তাই বিভিন্ন চরিত্রে অভিনয় করে গিয়েছি শুধু। কিছু চরিত্রে দর্শকের বিপুল ভালবাসা পেয়েছি। আবার কিছু চরিত্র দর্শকের মনে জায়গা করতে পারেনি। এই নিয়ে মন খারাপ করি না।"
বর্তমানে সাহসিকতার পরিচয় দিতে গিয়ে 'বোল্ড সিন'টাই হাতিয়ার করেন অনেকে। সত্যিই কি সাহসী দৃশ্য মানেই পর্দায় সাহসিকতার পরিচয়? জবাবে অনসূয়া মজুমদার বলেন, "আমি একেবারেই তা মনে করি না। একটা দৃশ্যে নিজের বাহ্যিক সত্তাটা ভেঙে চরিত্রটি ফুটিয়ে তোলাই সাহসিকতার পরিচয়। 'বোল্ড সিন', 'ইনটিমেট সিন' কখনও একজন অভিনেতা-অভিনেত্রীর দক্ষতার মাপকাঠি হতেই পারে না।"
প্রসঙ্গত, এই মুহূর্তে দর্শক বর্ষীয়ান অভিনেত্রীকে দেখছেন স্টার জলসার ধারাবাহিক 'চিরসখা'তে। অন্যদিকে, বড়পর্দায় আসছে তথাগত মুখোপাধ্যায়ের পরিচালনায় 'রাস'। হারিয়ে যাওয়া বাঙালিয়ানার গল্প বলবে এই ছবি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনসূয়া মজুমদার।
