বলিউডে ‘ভিলেন’ শব্দটির সঙ্গে যাঁর হাসি, চোখের চাহনি আর সংলাপ জড়িয়ে ছিল চিরকাল, সেই কিংবদন্তি অভিনেতা আর নেই। প্রয়াত বলিউডের প্রবাদপ্রতিম অভিনেতা প্রেম চোপড়া। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। বেশ কিছুদিন ধরেই বয়সজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান অভিনেতা। 

গত শনিবার ৮ নভেম্বর রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন প্রেম চোপড়া। ৯০ বছরের অভিনেতার শারীরিক পরিস্থিতি অবনতি হতে থাকলে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রবীণ অভিনেতা ফুসফুসে সংক্রমণ এবং সামান্য হৃদ্‌যন্ত্রের জটিলতায় ভুগছিলেন। যদিও সোমবার বিকেলের দিকে জানা যায়, প্রেম চোপড়ার অবস্থা এখন স্থিতিশীল। আইসিইউতে নয়, জেনারেল ওয়ার্ডে রয়েছেন তিনি। কিন্তু চিকিৎসকদের সব রকম চেষ্টা সত্ত্বেও আর শেষ রক্ষা হল না। কয়েক ঘণ্টার মধ্যেই আসে দুঃসংবাদ।

ছয় দশকেরও বেশি সময় ধরে প্রেম চোপড়া ছিলেন হিন্দি সিনেমার এক অনন্য মুখ। তাঁর সংলাপ “প্রেম নাম হ্যায় মেরা, প্রেম চোপড়া” আজও ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অমর হয়ে রয়েছে। ভয়, রোমাঞ্চ আর আকর্ষণের মিশেলে তাঁর অভিনয় বলিউডের ইতিহাসে স্থায়ী স্থান দিয়েছে। ১৯৬০ ও ৭০-এর দশকে প্রেম চোপড়া এমন এক নাম হয়ে উঠেছিলেন, যাকে পর্দায় দেখলেই দর্শকরা শিউরে উঠতেন। তাঁর সংলাপ, চোখের দৃষ্টি ও কণ্ঠের ভঙ্গি অন্যদের থেকে অনন্য করে তুলেছিল। 

১৯৩৫ সালের ২৩ সেপ্টেম্বর লাহোরে জন্ম হয় প্রেম চোপড়ার। ছোটবেলাতেই পরিবার সহ ভারতে চলে আসেন তিনি। শৈশব থেকেই অভিনয়ের প্রতি আকৃষ্ট ছিলেন অভিনেতা। ১৯৬০ সালে ‘মুর মুর কে না দেখা’ ছবির হাত ধরে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন। পরবর্তীকালে তিনি কাজ করেছেন তিনশোরও বেশি ছবিতে, যার মধ্যে রয়েছে 'ববি', 'দো রাস্তে', 'উপকার', 'ক্রান্তি', 'কাটি পতং'- প্রতিটি ছবিতেই খলনায়ক হয়েও প্রেম চোপড়া ছিলেন পর্দার এক অদ্ভুত আকর্ষণ। আজও তাঁর প্রতিটি চরিত্র ভারতীয় সিনেমাপ্রেমীদের মনে গেঁথে আছে।

অভিনেতা হিসেবে শুধু খলনায়ক নন, তিনি ছিলেন এক অসাধারণ পারফর্মার, যিনি প্রতিটি চরিত্রে নিজের ছাপ রেখে গেছেন। বলিউডের বহু প্রজন্মের অভিনেতার কাছে তিনি অনুপ্রেরণা। তাঁর প্রয়াণে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। বলিপাড়ার তাবড় তারকা থেকে অনুরাগী, শোকস্তবদ্ধ সকলেই। 

ভারতীয় সিনেমা হারাল এক কিংবদন্তি তারকাকে। তবে প্রেম চোপড়ার সংলাপ, হাসি ও চরিত্র আজীবন বেঁচে থাকবে বলিউডের রুপালি পর্দায়।