Guru Vakri 2025 Jupiter retrograde in Cancer on 11 November these three Zodiac Signs get its huge positive effects
আর মাত্র কয়েক ঘণ্টা! বৃহস্পতির বক্রী চালে ৩ রাশির উপচে পড়বে টাকাপয়সা-সম্পত্তি, হাতের মুঠোয় আকাশছোঁয়া উন্নতি
নিজস্ব সংবাদদাতা
১০ নভেম্বর ২০২৫ ১৮ : ৫১
শেয়ার করুন
1
8
বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহের সোজা-উল্টো গতিতে ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব পড়ে। যেমন বৃহস্পতির বক্রী চালে তিন রাশির জীবনে বিরাট বদল আসতে চলেছে।
2
8
জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতি জ্ঞান ও বুদ্ধির কারক বলে বিবেচিত হন। প্রায় ১২ মাস পর এক রাশি থেকে অন্য রাশিতে গমন করেন বৃহস্পতি। আর একটি রাশিচক্র সম্পূর্ণ করতে বৃহস্পতির ১২ বছর সময় লাগে। বৈদিক জ্যোতিষ অনুসারে সময় ভাল চললে বলা হয়ে থাকে যে তাঁর বৃহস্পতি তুঙ্গে রয়েছে।
3
8
বর্তমানে বৃহস্পতি অবস্থান করছেন কর্কটে। এখানে তিনি আছেন অতিচারী রূপে। আগামিকাল ১১ নভেম্বর বক্রী হবেন বৃহস্পতি। ২০২৬ সালের মার্চ পর্যন্ত দেবগুরু এই প্রতিগামী অবস্থায় থাকবেন।
4
8
জ্যোতিষশাস্ত্র বলছে, মঙ্গলবার ১১ নভেম্বর রাত ১০:১১ মিনিটে বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবেন।
5
8
বৃহস্পতির এই বক্রী চলনে তিন রাশির উপর শুভ প্রভাব পড়বে। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেইসব রাশির জাতক-জাতিকাদের জীবন। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন-
6
8
মেষঃ মেষ রাশির জাতকদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। কর্কট রাশিতে বক্রী গুরু এই রাশির অধিকারীদের সাহস, আত্মবিশ্বাস বাড়াবে। এই সময়ে কর্মক্ষেত্রে নতুন সুযোগ মিলবে, পুরনো প্রজেক্টে সাফল্য আসবে। যাঁরা ব্যবসা করেন, তাঁদের আয় বৃদ্ধি পেতে পারে।ভাগ্য এবার আপনার পাশে থাকবে। নতুন সম্পর্ক বা সংযোগও ভবিষ্যতে লাভজনক হবে।
7
8
কর্কটঃ গুরু যখন বক্রী হয়ে কর্কট রাশিতেই প্রবেশ করবে, যা এই রাশির জন্য আশীর্বাদস্বরূপ সময় হবে। এই অবস্থায় আয় বৃদ্ধি, নতুন বন্ধুত্ব ও সামাজিক সম্মান বাড়তে পারে। দীর্ঘদিনের পরিশ্রম ফল পাবেন। বকেয়া টাকা ফেরত আসতে পারে, নতুন চাকরি বা পদোন্নতির সম্ভাবনাও জোরালো। প্রেমজীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে।
8
8
মীনঃ মীন রাশির জাতকদের জন্য বৃহস্পতি হঠাৎ অর্থলাভ, সম্পত্তি সংক্রান্ত উত্তরাধিকারের সম্ভাবনা নিয়ে আসবে। যাঁরা বিনিয়োগ বা পারিবারিক ব্যবসায় যুক্ত, তাঁদের জন্য এটি এক অত্যন্ত ইতিবাচক সময় হতে চলেছে।পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।