এক সময় বড়পর্দায় দাপুটে সব খলচরিত্রেকে দেখা গিয়েছে তাঁকে। পর্দায় নায়ক-নায়িকাদের কোন সমস্যায় না তিনি ফেলেছেন! তবে বাস্তব জীবনে তিনি এসবের সম্পূর্ণ উল্টো দিকের এক মানুষ। ভদ্র, মিতভাষী এবং ঝগড়া-ঝামেলা, সমস্যা থেকে শত হস্ত দূরে থাকা এক রুচিসম্পন্ন ব্যক্তি। তিনি অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়। এবার সেই বর্ষীয়ান অভিনেতাকে এসআইআর শুনানিতে তলব নির্বাচন কমিশনের। শুধু তিনি একা নন, তাঁর স্ত্রী তথা জনপ্রিয় অভিনেত্রী লাবণী সরকারকেও একই কারণে ডেকে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। তারপর? সেই বিষয়টি জানতেই কৌশিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছিল আজকাল ডট ইন। 

 

 

এসআইআর চলছে রাজ্যে। এনুমারেশন ফর্ম জমার পর্ব পেরিয়ে এখন চলছে হিয়ারিং পর্ব। তাতেই সস্ত্রীক ডাক পড়েছে কৌশিকের। সেই বিষয়ে অল্প কথায় অভিনেতা বললেন, “হ্যাঁ, কয়েকদিন আগেই তলব করেছিল। আজকের তারিখে যাওয়ার কথা ছিল। গিয়েছিলাম আমি ও লাবণী দু'জনেই। আমরা তো আর অবৈধভাবে এ দেশে বাস করি না, তাই লুকিয়ে বা পালিয়ে যাওয়ার প্রশ্নই নেই। তো আমার ভয়টা কীসের? পাসপোর্ট থেকে শুরু করে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হাজিরা দিয়েছিলাম। সব দেখিয়ে এসেছি। তাছাড়া, ২০০২ সালের ভোটার তালিকায় মার্ ও লাবণীর দু'জনের নামই রয়েছে।"  কেন এই ডাক পড়ল? অভিনেতার জবাব, " দেখুন, আমি সেসব ওঁদের জিজ্ঞেস করিনি। তবে আমার সম্ভাব্য কারণ হিসেবে মনে হয়, ঠিকানা বদল। আসলে, বাড়ি বদলে যাওয়ার ফলে আমার ঠিকানাটাও বদলে গিয়েছে। আগে থাকতাম দক্ষিণ কলকাতার গোলপার্ক অঞ্চলে আর এখন থাকি সাউথ সিটি আবাসনে। ফলে ভোট বুথও বদলে গিয়েছে....সেসবের খতিয়ে দেখার জন্যেই মনে হয় ডেকেছিল।”

 

 

তবে এই হিয়ারিং নিয়ে সমস্যায় পড়েছেন বিশিষ্ট কবি জয় গোস্বামী। কারণ, খসড়া তালিকায় নাম থাকার পরেও, আচমকা ফোন করে শুনানির জন্য ডাকা হয়েছে এই বিশিষ্ট কবি, সাহিত্যিককে।  গত সোমবার, জয়ের স্ত্রী, কাবেরী গোস্বামীকে ফোন করে জানানো হয়। পরিবারের সদস্য তিনজন। জয়, কাবেরী এবং তাঁদের মেয়ে দেবত্রী। এনুমারেশন ফর্ম জমা করেছিলেন নিয়ম মেনে। খসড়া তালিকায় নাম এসেছিল। স্বাভাবিকভাবেই স্বস্তিতে  ছিলেন তাঁরা। কিন্তু আচমকা ফোন আসে গত সোমবার।জয় অসুস্থ। নভেম্বরেই শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়। অস্ত্রোপচার করানো হয়। এখনও সুস্থ হয়ে ওঠেননি। জয়ের স্ত্রী কাবেরী জানিয়েছিলেন, জয়কে হিয়ারিংয়ে নিয়ে যেতে পারবেন না, তাও স্পষ্ট জানিয়েছেন বিএলও'কে। যদিও বিএলও তার উত্তরে কিছুই জানাননি। এখন অপেক্ষা, এর পর কী করতে হবে, সেদিকে।